×
বিনোদনভাইরাল ভিডিও

ভুবন বাদ্যকরের দিন শেষ! বাজার কাঁপাতে এল ‘নিম্বু সোডা’, তুমুল ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

ছড়া কেটে বা সুরে সুরে গান গেয়ে জিনিসপত্র বেচতে তো প্রায়ই দেখা যায় বিক্রেতাদের। সেই গানও যে ভাইরাল (Viral Song) হতে পারে, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে পারে, তা প্রথম দেখালেন ভুবন বাদ‍্যকর। তাঁর গাওয়া ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ল দেশ থেকে দেশান্তরে (Bhuban Badyakar)। নিমেষে বীরভূমের গ্রামের বাদাম বিক্রেতা থেকে এখন খ‍্যাতির শিখরে ভুবন বাদ্যকর। তাঁর দেখাদেখি এখন অনেকেই জিনিস বেচার ফাঁকে নিজেরা গান বানিয়ে গাইছেন। কাটছেন নতুন নতুন ছড়া (Viral Video)। কেউ পেয়ারা তো কেউ আঙুর বেচার ফাঁকেই হচ্ছেন নতুন নতুন ভাইরাল সেনসেশন (Viral Nimbu Soda)।

Advertisements

গরম পড়তে না পড়তেই এখন রাস্তার ধারে ঠেলাগাড়ি নিয়ে বসতে দেখা যাবে লেবুজল ওরফে নিম্বু পানি বা নিম্বু সোডা বিক্রেতাদের‌। ঠাঁঠাঁ রোদের মধ‍্যে ঠাণ্ডা ঠাণ্ডা এক গেলাস নিম্বু পানি (Viral Nimbu Soda) অমৃতের সমানই বটে। বিক্রিবাটা ভাল হওয়ার জন‍্য, ক্রেতাদের নজর টানার জন‍্য অভিনব পদ্ধতিতে নিম্বু সোডা বিক্রি করতে দেখা গিয়েছে এক ব‍্যক্তিকে। আর তাঁর সেই কায়দা চমকেছে নেটিজেনদের।

ভাইরাল ভিডিওতে দেখা গেল গান (Viral Video) গাইতে গাইতে দক্ষ হাতে নিম্বু সোডা বানাচ্ছেন ব‍্যক্তি। ছোট্ট দোকানের চারদিকে ঘিরে দাঁড়িয়ে ক্রেতারা। সকলেই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন বিক্রেতার লেবুজলে বিক্রির অভিনব কায়দা। গরম পড়তে না পড়তেই যে হারে চড়ছে লেবুর দাম তাতে বোধহয় এবার এই ভাইরাল গান শুনেই পিপাসা মেটাতে হবে নেট নাগরিকদের।

Advertisements