৫০-এ পরলেন যিশুর স্ত্রী, নীলাঞ্জনার বার্থডে পার্টিতে তারকার হাট, রইলো সমস্ত ছবি

সম্প্রতি ৫০ এ পা দিলেন আমাদের সকলের খুব প্রিয় ও মেয়েদের মনের অন্যতম “crush” অভিনেতা যীশু সেনগুপ্তর রিয়েল লাইফের স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত। যীশু ও নীলাঞ্জনা ২০০৪ এ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ছিলেন। যদি ও এরপর নীলাঞ্জনা সেনগুপ্তকে আমরা খুব বেশি টেলিভিশনের পর্দায় দেখতে পাইনি বললেই চলে। এক কথায় বলতে গেলে দুই মেয়েকে নিয়ে একা হাতে সংসার সামলাতে ব্যস্ত ছিলেন নীলাঞ্জনা সেনগুপ্ত।
প্রসঙ্গত, ৫০ এ পা রাখতেই নীলাঞ্জনাকে দেখা গেলো ধুমধাম করে জন্মদিন পালন করতে। তার ইনস্টাগ্রামে তিনি তার জন্মদিন পালনের কিছু ছবি শেয়ার ও করলেন। একটি বিশাল বড় কেক নিয়ে তাঁকে পোজ দিয়ে ও ছবি তুলতে দেখা যায়। জন্মদিন উপলক্ষ্যে তাঁকে সেই দিন দেখা গেলো, একটি সবুজ রঙের শর্ট একটু ফোলা ধরণের ওয়েস্টার্ন ড্রেসে। বলতে গেলে খোলা চুলে সিম্পল মেকআপ লুকে তিনি সকলের নজর আকর্ষণ করলেন।
View this post on Instagram
তার জন্মদিন উপলক্ষ্যে এই বার্ড ডে পার্টিতে তার কিছু ক্লোজ ফ্রেন্ডদের উপস্থিতি লক্ষ্য করা গেলো। তার মধ্য ছিলেন কনীনিকা, আবির চট্টোপাধ্যায়ের স্ত্রী, দিদি নং ওয়ান এর রচনা ব্যানার্জী, ঋদ্ধিমা এবং বলতে গেলে আরও অনেকেই উপস্থিত ছিলেন, তার এই স্পেশাল দিন উপলক্ষ্যে। সকলের সঙ্গে চুটিয়ে আনন্দ উপভোগ করেন নীলাঞ্জনার এই বার্ড ডে পার্টিতে। তবে যীশুকে এদিন তার স্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়নি।
View this post on Instagram
বলাই বাহুল্য যে,নীলাঞ্জনার অভিনয় জগতের যাত্রা শুরু হয় প্রথম হিপ হিপ হুরে শো এর মাধ্যমে। যদি ও এই শো টি অনেক কাল আগে আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পেতাম। তবে জানা যায় যে, তার করা সিনেমা জগতে প্রথম ছবি ছিল স্বপ্নের ফেরিওয়ালা। তবে আমরা জানি যে, নীলাঞ্জনা শুধু মাত্র অভিনেত্রী নন, তার নিজের আরো ও একটি পরিচয় আছে। আসলে তিনি অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের কন্যা। আমরা জানি একটা সময় অঞ্জনা ভৌমিক উত্তম কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতেন। তাই তার জন্মদিন উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি আপলোড হওয়ার পর সকলেই তাঁকে শুভেচ্ছা জানা এবং তা নেট দুনিয়ায় তুমুল ভাইরাল হয়।