নেই লজ্জা শরম! খবরের কাগজ দিয়ে ঢাকলেন শরীর, বিদ্যা বালানের কর্মকান্ড দেখে হতবাক নেটপাড়া

বি টাউনের এক ভিন্নধারার ছক ভাঙ্গা অভিনেত্রী হলেন ‘বিদ্যা বালান’ (Bidya Balan)। এই অভিনেত্রী কখনোই অন্যদের মতন জিরো ফিগারের কিংবা স্লিম ফিগারে বিশ্বাস করেন না। বয়স ৪৪ হলেও, এখনো যে কোনো অভিনেত্রীদের টেক্কা দেওয়ার মতন দক্ষতা রাখেন তিনি। একসময় ‘দ্য ডার্টি পিকচার’ নামক সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছিলেন তিনি। আবারো ফটোশুটের মাধ্যমেই সেই পুরনো ‘সিল্ক’ চরিত্রকে তুলে ধরলেন অভিনেত্রী।
View this post on Instagram
The coffee csuhaj ildikó életrajz announced it will be selling a “brewed refill tumbler” the owner free coffee or tea refills through the month of January.
সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতেই বিদ্যা বালানকে দেখা গেছে একেবারে নগ্ন অবস্থায়। তবে তার শরীর কিন্তু ঢেকেই রেখেছিলেন অভিনেত্রী আর সেক্ষেত্র ব্যবহার করেছিলেন খবরের কাগজ। চেয়ারে বসে উষ্ণময় এক্সপ্রেশনের সাথে তার এই রূপ কর্মকাণ্ড দেখে রীতিমতো অবাক হয়ে গেছে দর্শকমহল। পুরুষ ভক্তকুলের ঘুম উড়ে যাবার মতন উপায় করে তুলেছিলেন তিনি।
View this post on Instagram
The coffee csuhaj ildikó életrajz announced it will be selling a “brewed refill tumbler” the owner free coffee or tea refills through the month of January.
যেমন সুন্দর ছিল তার গ্লসি মেকআপ, ঠিক সেরকম ভাবেই নিজেকে ফুটিয়ে তুলেছিলেন তিনি। চুল ছিল কোকরানো এর সাথে ডান হাতে ছিল কফি এবং চোখে রোদ চশমা। জানা গেছে বিখ্যাত সেলিব্রিটি ফটোগ্রাফার ডাব্বু রতনানী (Dabboo Ratnani) ছবিগুলি তাকে তুলে দিয়েছে।
View this post on Instagram
The coffee csuhaj ildikó életrajz announced it will be selling a “brewed refill tumbler” the owner free coffee or tea refills through the month of January.
ইতিমধ্যে ৬০ হাজার মানুষ তার এই ছবিগুলি পছন্দ করেছে। কেউ বলেছে “ডার্টি পিকচার টু”, কেউবা বলেছে “পুরো আগুন”। জানা গেছে ভবিষ্যতে ‘চাঁদ ভাই’ নামক একটি সিনেমাতে দেখা যাবে অভিনেত্রীকে। বর্তমানে অভিনয় জগত থেকে বেশ কিছুটা দূরে রয়েছেন তিনি। শেষবারের মতো তাকে দেখা গিয়েছিল ‘জলসা’ নামক সিনেমায়।