×
বিনোদন

শাড়িতেই নারী! ট্রান্সপারেন্ট কালো শাড়িতে লাস্যময়ী সন্দীপ্তা, অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ হল নেটপাড়া

Advertisements
Advertisements

টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ ‘সন্দীপ্তা সেন’ (sandipta sen)। টলি পাড়ার তাবড় তাবড় অভিনেত্রীদেরও মাত দেবে তার সৌন্দর্য। বড়পর্দা থেকে শুরু করে ছোট পর্দা এমনকি ওটিঠে প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন তিনি। যদিও তার শিক্ষাগত যোগ্যতা মনোরোগ বিশেষজ্ঞ কিন্তু অভিনয়ই এখন তার বর্তমান পেশা-নেশা সবকিছুই। অনুরাগীদের কাছে সন্দীপ্তা মানেই সৌন্দর্যের ঝড়! কখনো ট্র্যাডিশনার লুকে, কখনো বা বোল্ড লুকে তিনি ধরা দেন অনুরাগী মহলে।

Advertisements

দশ বছরের বেশি সময় ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। শেষবার তাকে দেখা গিয়েছিল ‘শিকারপুর’ ওয়েব সিরিজে, যেখানে অঙ্কুশ হাজরার (Ankush Hazra) বিপরীতে অভিনয় করেছেন তিনি। এর পাশাপাশি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সাথেও তার এটি প্রথম কাজ ছিল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উষ্ণর লুকে ঘাম ঝরালেন অভিনেত্রী সন্দীপ্তা। তার পোস্ট করা এক ছবিতে একেবারে ‘কালো ভ্রমর’ রূপে দেখা গেছে তাকে। তার পরনে ছিল একটি কালো নেটের শাড়ি, যার উপর কালো বুটিক দিয়ে কাজ করা। এর সাথে কালো রঙের নেটের ডিপনেক ব্লাউজ পরেছিলেন তিনি। শাড়িতে তার ফর্সা নাভি ছিল উন্মুক্ত! পরেছিলেন মানানসই জুয়েলারি এবং মুখে ছিল নুড মেকআপ। খোলা চুলে আরো বেশি সুন্দর লাগছিল তাকে।

 

View this post on Instagram

 

Shared post on

এই পোশাকে কখনো পিছন দিকে তাকিয়ে, কখনো সামনে দাঁড়িয়ে একাধিক পোজে ছবি তুলেছিলেন অভিনেত্রী। এর সাথে ক্যাপশন জুড়ে ছিলেন, “সব সময় একটা কথা মনে রাখতে হবে যে, তুমি অন্যদের থেকে অনেক অংশে অনন্য”। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে তার এই ছবিটি। কেউ লিখেছে, “তোমাকে শাড়িতেই বেশি ভালো লাগে”। কেউ লিখেছে, “যতবার দেখি ততবারই প্রেমে পড়ে যাই”।

Advertisements