Thursday, December 9, 2021

যৌন আবেদনে ভরপুর মৌনী রায়, হট লুকে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছাড়ালেন অভিনেত্রী

বাঙালি মেয়ে অভিনেত্রী ‘মৌনী রায়’ (Mouni Roy) এখন বলিউডের (Bollywood) প্রথম সারির নায়িকাদের তালিকায় আছেন তিনি। তার নিজস্ব স্টাইল স্টেটমেন্ট থেকে হট ফটোশুট সব কিছুতেই তিনি থাকেন এক আলাদা মাত্রায়। সম্প্রতি তার নতুন হট ও বোল্ড ফটোশুটের ছবি ইনস্টাগ্রামে দেওয়া মাত্র ভাইরাল (Viral) হয়ে যায়।

গোল্ডেন রঙের অফ শোল্ডার লং পোশাকে ও হট ক্লিভেজ লুক সাথে স্মোকি আইজ ও চোখে কাজল পরে তিনি হয়ে উঠেছে নেটিযেনদের মনের মৌনী (Mouni Roy)। এর সাথেই আরও একটি সাদা পোশাকে দেখা গেছে তাকে। সেটিও সাদা রঙের পাতলা ওয়ান পিস।

ফটো দেবার সাথেই তার শরীরের উষ্ণতা এক অন্য মাত্রা যুক্ত করেছে। প্রচুর লাইক ও কমেন্ট তাকে ভরিয়ে দিয়েছে এক কথায়। খোলামেলা পোশাকে সব সময় নিজেকে সাহসী ভাবেই ক্যামেরার সামনে তুলে ধরেছেন মৌনী। নতুন সেই ছবি গুলিও ব্যাতিক্রম হয়নি।

টেলিভিশন থেকে নিজের অভিনয় জীবন শুরু করে এখন মৌনী (Mouni Roy) এখন প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম। শোনা যায় শীঘ্রই তিনি বিয়ে করতে চলেছেন তার মনের মানুষকে। তার আগে লক্ষ লক্ষ মানুষের মনে তার জায়গা করে নিচ্ছেন মৌনী।

⚡ Trending News

আরও পড়ুন