×
বিনোদন

শাড়িতেই সুন্দরী নারী! হলুদ শাড়িতে লাস্যময়ী রূপে ভক্তদের মন জয় করলেন ‘মিঠাই’-এর ‘নীপা

Advertisements
Advertisements

বাংলা ধারাবাহিকের এক অন্যতম জনপ্রিয় মুখ ‘ঐন্দ্রিলা সাহা’ (oindrilla saha)। ঐন্দ্রিলাকে কে না চেনেনা! শিশুশিল্পী হিসেবে টলিউডে পদার্পণ করেছিলেন তিনি। সর্বপ্রথম ডান্স বাংলা ডান্সের সঞ্চালনার কাজ করতে ঐন্দ্রিলা আর এরপরই ধারাবাহিকের দিকে পা বাড়ান।

Advertisements

ঐন্দ্রিলাকে ছোট থেকে বড় হতে দেখার সাক্ষী রয়েছে গোটা অনুরাগী মহল। সর্বপ্রথম ‘রাইকিশোরী’ সিরিয়ালে দেখা মিলেছিল ঐন্দ্রিলার। এরপর ‘খনা’ ধারাবাহিকে মুখ্য চরিত্র ছিলেন শিশুশিল্পী হিসেবে। ‘করুণাময়ী রানী রাসমনি’, ‘চুনি পান্না’ এসব সিরিয়ালে দেখা মিলেছিল ঐন্দ্রিলার। তাই নজরকাড়া সৌন্দর্য নিয়ে নতুন করে কিছুই বলার নেই!

 

View this post on Instagram

 

Shared post on

2019 Women’s World Cup schedule, bracket, Carole Chazoule on TV

বর্তমানে ঐন্দ্রিলাকে দেখা যাচ্ছে, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’তে। এই সিরিয়ালে ছোট মেয়ের ভূমিকায় অভিনয় করছে ঐন্দ্রিলা। এর পাশাপাশি কিছুদিন আগে বসন্ত উৎসবের মেজাজেদেখা গেছে তাকে। তার বাসন্তী রঙের অপরূপ সাজে সকলেই আবারো যেন নতুন করে বসন্তের ছোঁয়া পেয়েছে।

 

View this post on Instagram

 

Shared post on

2019 Women’s World Cup schedule, bracket, Carole Chazoule on TV

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলিতে তাকে দেখা গেছে, কাঁচা হলুদ রঙের একটি শাড়ি পরতে। তার ওপর কমলা রঙের সুতোর কাজ করা ছিল। শাড়িটি দেখেই বোঝা গেছে সেটি শিফনের। সাথে নীল রঙের ব্লাউজ পরেছিলেন। মেকআপ করেছিলেন হালকা ও চুল ছিল খোলা। তার এই ছবির কমেন্ট বক্সে এসে, তার সহ অভিনেত্রী অনন্যা লেখে, ঐন্দ্রিলার রূপ দেখে তিনি মরে যাচ্ছেন! এর উত্তরে মজা করে ঐন্দ্রিলা লেখে, “এই তো সবে জন্মেছেন পর্দার পিঙ্কি জী!”

Advertisements