‘আমার বিয়ে দুদিনও টিকবেনা’: দিতিপ্রিয়া রায়

বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির সবথেকে সুপরিচিত মুখ ‘দিতিপ্রিয়া রায়’ (Ditpriya Roy)। শিশু শিল্পী হিসেবে অভিনয় জীবনে পদার্পণ করে, বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রিতে নিজের এক আলাদাই জায়গা করে নিয়েছেন তিনি। শুধু ছোটখাটো ধারাবাহিক নয়, তার অভিনয় দক্ষতা গিয়ে পৌঁছেছে বড় পর্দা এবং ওটিটি প্ল্যাটফর্মেও।
সম্প্রতি দিতিপ্রিয়া এবং সুহত্র (Suhotra Mukherjee) অভিনীত একটি নতুন ওয়েব সিরিজ এসেছে, যার নাম ‘ডাকঘর’। এর প্রচারের কাজে দুজনেই বেশ ব্যস্ত রয়েছেন বর্তমানে। এবার সেই কারণেই নিজেদের জীবনের বেশ কিছু গোপন কথা সকলের সামনে তুলে আনলেন দিতিপ্রিয়া এবং সুহত্র।
অভিনেত্রীকে একজন লিখেছেন এই রাজ্যের অনেকেরই ক্রাশ তিনি। এক কথায় সেই কথা মেনে নিলেও দিতিপ্রিয়া। তিনি বলেন, তাহলে তিনি কেন এখনো সিঙ্গেল রয়েছেন!অনেকেই আবার তার প্রশংসা করে বলে, তার চোখ দুটো টানা টানা, স্বচ্ছ নীলাভ যেন স্বপ্ন বীণা! এর পাশাপাশি সুহত্রর প্রতিও তাদের যে ভালোবাসা জন্মে গেছে, সে কোথাও অনুরাগীরা প্রকাশ করেছে।
অনুরাগী মহল থেকে এত ভালবাসা পেয়ে দুজনেই অনেক খুশি হয়ে উঠেছিল। তারা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক খোলামেলা আলোচনা করেছিল সেদিন। এই দিন দিতিপ্রিয়ার বিয়ে নিয়েও এক নেটিজেন কথা তোলে। তবে এই ব্যাপারে তার বক্তব্য, বিয়ে হয়ে গেলে সেটি নাকি দুদিনও টিকবে না!
View this post on Instagram
Insurance coverage provided by UnitedHealthcare Insurance dítě hvězdy or its affiliates Payer Initiated Reductions. PR. Patient Responsibility. Reason. Code.