‘কাঁচা বাদাম’ গান গেয়ে বানিয়েছিলেন স্বপ্নের বাড়ি, সেই বাড়ি ছেড়েই রাতারাতি পালাতে হল ভুবন বাদ্যকারকে

সোশ্যাল মিডিয়া যেন জনপ্রিয়তা পাওয়ার অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এই সোশ্যাল মিডিয়াই একসময় ভাইরাল করে তুলেছিল বাদাম বিক্রেতা ‘ভুবন বাদ্যকর’ (Bhuban Badyakar)কে। ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কত বুবু ভাজা বাদাম’, এই গান গেয়েই বাদাম বিক্রি করতেন তিনি আর সেখান থেকেই তার কন্ঠ হয়ে উঠেছিল জনপ্রিয়।
বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষীনারায়নপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর, অত্যন্ত গরীব পরিবারের ব্যক্তি ছিলেন। তবে এই গানের জন্যই তার পরিচিতি ছড়িয়ে যায় দেশের বাইরে পর্যন্ত। বাড়তে থাকে সুনাম, আসতে থাকে প্রতিপত্তি!
এই গানের দৌলতেই নিজের টালির বাড়ির পরিবর্তে বানিয়ে ফেলেন বিরাট অট্টালিকা। তবে হঠাৎ করেই শোনা যাচ্ছে সেই অট্টালিকা থেকে পালিয়ে বাঁচলেন গায়ক। বর্তমানে আবারো আগের মতন চরম অভাবে দিন কাটাচ্ছেন তিনি। প্রতারণার মাধ্যমে তার গানের কপিরাইট কিনে ফেলে একজন। এর জন্য এখন আর তিনি গান গাইতে পারছেন না।
নিজের রাজপ্রাসাদ ছেড়ে এখন মাত্র ২৭০০ টাকার একটি বাড়িতে ভাড়া থাকেন তিনি। অতি চিন্তায় দিন যাপন করছেন পরিবারের সাথে। এর উপর বিশাল বাড়ি বানানোর জন্য
নিত্যদিন লোক আসছে; কেউ ৫০০ টাকা, কেউবা ১০০০ টাকা চাঁদা চাইছে। তাই রীতিমত গ্রাম ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন বাদাম কাকু। তার কথামতো যে গান তাকে এত প্রতিপত্তি দিয়েছিল, সেই গানই তার থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছে।