আজ সারাদিনই যেন শোকের ছায়া বলিউডকে ঘিরে রেখেছে। যদিও করোনা মরসুমে ভালো খবর পাওয়ার আশঙ্কা প্রায় শেষ। বলিউড জুড়ে আজ শুধুই শোকের ছায়া। সকাল থেকেই একের পর এক দু-সংবাদ। সকালেই শোনা গিয়েছিল, গতকাল আচমকাই হৃদরোগে আক্রান্ত মারা গিয়েছেন অভিনেতা বরুন ধাওয়ানের ব্যক্তিগত ড্রাইভার মনোজ শাহু।
এরপরেই শোনা গেল, পবিত্র রিশতা 2 – এর অভিনেতা শাহির শেখের বাবা করোনা আক্রান্ত হয়ে আজ দুপুরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবার আরেক দুঃসংবাদ পাওয়া গেল। জনপ্রিয় গায়ক শানের (Shaan) মা সোনালী মুখোপাধ্যায় মারা গিয়েছেন। মায়ের মৃত্যুর খবর নিজেই টুইটারে জানিয়ে শোক প্রকাশ করেছেন শান, সুতরাং মায়ের মৃত্যুতে গায়ক পরিবারে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে।
যদিও গায়ক শানের আগেই তাঁর মায়ের মৃত্যুর খবর আরেক জনপ্রিয় গায়ক কৈলাস খের জানিয়ে টুইটারে লিখেছেন, ‘প্রয়াত শানের মা। ঈশ্বরের কাছে ওঁনার আত্মার শান্তি কামনা করি। তিন ভুবনের অধিপতি শিবের কাছে প্রার্থনা করি, যেন শান এবং তাঁর পরিবার এই দুঃসহ যন্ত্রণা সহ্য করার ক্ষমতা পায়।’
শানের মা নিজেও পেশায় গায়িকা ছিলেন। যদিও তিনি কোরাসে গান করতেন, ৭০-এর দশক থেকে ২০০০ সাল পর্যন্ত একাধিক ছবিতে কোরাসে গান গেয়েছেন তিনি। এমনকি এক সাক্ষাৎকারে শান একবার জানিয়েছিলেন, মায়ের জন্যই শান কোনও চাকরি-বাকরি না করে গানকে পেশা করার সাহস পেয়েছিলেন।