শ্বশুর অমিতাভের সঙ্গে ঐশ্বর্যর গোপন সম্পর্কের কথা ফাঁস করলেন শাশুড়ি জয়া বচ্চন

তারকাদের অন্দরমহল নিয়ে সর্বদাই উৎসুক থাকে দর্শকগণ। টিভির পর্দায় তাদের দেখা ছাড়াও, তাদের ব্যক্তিগত জীবনে কি কি চলছে তা নিয়ে গসিপের হয়তো শেষ নেই। তাদের বিভিন্ন গোপন অংশ ধরা পড়েছে পাপারাতজিদের মাধ্যমে। এবারে চর্চার বিষয়বস্তু হলেন স্বয়ং বচ্চন পরিবার। শ্বশুরের সাথে বৌমার সম্পর্ক নিয়ে মুখ খুললেন শাশুড়ি জয়া বচ্চন (Jaya Bacchan)।
বলিউড ইন্ডাস্ট্রির সবথেকে চর্চিত পরিবার হলো বচ্চন পরিবার। সর্বদাই অনুরাগীদের চোখ থাকে তাদের পরিবারে কি ঘটছে। এই পরিবারে পুত্রবধূ হয়ে এসেছেন বিশ্ব সুন্দরী ‘ঐশ্বর্য রাই বচ্চন’ (Aiswarya Rai Bacchan)। এছাড়া অমিতাভ পুত্র ‘অভিষেক বচ্চন’ তো সর্বদাই লাইম লাইটে থাকেন।
অমিতাভ ও ঐশ্বর্য দুজন দুজনকে পছন্দ করেছিল অভিনয় জগত থেকেই। তবে ঐশ্বর্যকে বর্তমানে সেরকম ভাবে অভিনয় করতে দেখা যায় না। বলা বাহুল্য মাতৃত্ব এবং সংসার একসাথে সামলাতে এখন ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী। একথা নিজের মুখে স্বীকারও করেছেন শাশুড়ি জয়া। এবার অমিতাভ ও ঐশ্বর্যর গোপন সম্পর্কের ব্যাপারে বেশ কিছু কথা বললেন জয়া বচ্চন।
View this post on Instagram
The coffee csuhaj ildikó életrajz announced it will be selling a “brewed refill tumbler” the owner free coffee or tea refills through the month of January.
আসলে ঐশ্বর্য বচ্চন পরিবারের গৃহবধূ হলেও, তাকে বউ হিসেবে কখনোই দেখা হয় না। সব সময় তাকে তাদের মেয়েই ভাবা হয়। অমিতাভ বচ্চন নিজের কন্যা সন্তানের মতনই ঐশ্বর্যকে দেখেন। দুজনের সম্পর্ক বাবা ও মেয়ের মতন! ঐশ্বর্যকে প্রচন্ড স্নেহ করেন অমিতাভ। সেরকম ঐশ্বর্যও মেয়ের মতো তার অনেক খেয়াল রাখে।