×
বিনোদন

মনটা করে উরু উরু’, প্রকাশ্য মঞ্চে গান গেয়ে মাতালেন অভিনেত্রী মানালী, ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

বাংলা ইন্ডাস্ট্রির এক সুপরিচিত মুখ ‘মানালী দে’ (Manali Dey)। ‘বউ কথা কও’ সিরিয়ালের মাধ্যমে অভিনয় জীবনে পদার্পণ করেছিলেন তিনিঌ এরপর একের পর এক ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন এই অভিনেত্রী। বয়স যতই হোক না কেন, এখনো তাকে সেই ছোট্টখাট্টোই লাগে।

Advertisements

২০১২ সালে গায়ক সপ্তক ভট্টাচার্যকে বিয়ে করেছিলেন তিনি। তবে তাদের এই বিয়ে ইতি ঘটে ২০১৬ সালে। এরপর ২০২০ তে পরিচালক অভিমুন্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন অভিনেত্রী।

বর্তমানে অভিনয় জগৎ থেকে বেশ কিছুটা দূরে সরে রয়েছেন তিনি। তবুও সোশ্যাল পাতায় তার বিভিন্ন পোস্ট দর্শকদের বিশেষভাবে নজরকারে। যদিও অভিনয়ের মাধ্যমেই এই জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি। এর কাছাকাছি বিভিন্ন মাচা শোয়ের মাধ্যমে মাঝেমধ্যে দর্শকদের কাছে যান।

কিছুদিন আগে তিনি এরকম একটি মাচা শোতে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে তিনি অমানুষ সিনেমা ‘মনটা করে উরু উরু’ গানটি গেয়ে দর্শকদের মন ভালো করে দিয়েছেন। প্রত্যেকেই তার এই গানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল। ইউটিউবে ‘ক্রিয়েটিভ ভিডিও’ নামের একটি চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। অল্প সময়ে ভাইরাল হয়ে ওঠে ভিডিওটি।

Advertisements