মলদ্বীপ(Maldives) থেকে এসে কাজে ফিরেছেন তিনি প্রায় অনেকদিনই হল। তবুও যেন মলদ্বীপের নেশা কাটিয়ে উঠতে পারছেন না অভিনেত্রী মোনালিসা। দেশে করোনার দাপট কিছুটা কমাতেই স্বামীর সঙ্গে মলদ্বীপ পারি দিয়েছিলেন মোনালিসা গত মাসেই। একঘেয়ে জীবন থেকে নিজেকে খানিকটা পরিতৃপ্ত করতেই ভোজপুরি কাম হিন্দি ধারাবাহিক অভিনেত্রী মোনালিসা (Monalisa) ও তাঁর স্বামী অভিনেতা বিক্রান্ত সিং রাজপুত (Bikrant Singh Rajput) পারি দিয়েছিলেন মলদ্বীপে গত মাসেই।
View this post on Instagram
মুম্বই থেকে মলদ্বীপ যাওয়ার পথের বিভিন্ন দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলেন মোনালিসা এবং তা ইনস্টাগ্রামেও জুড়ে সেইসব ছবি এক্কেবারে জীবন্ত হয়ে উঠেছিল। সঙ্গে সেখানে গিয়ে স্বামীর সঙ্গে অন্যরকম রোমান্টিক পোজ আবার নিজের কটেজের সামনে আবার কখনো সুইমিং পুলের(Swimming Pool) সামনে হট বিকিনি লুকের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। সম্প্রতি সেখানকার আরো একটি বিকিনি লুকের সেক্সি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন অভিনেত্রী মোনালিসা(Monalisa)।
View this post on Instagram
যেখানে দেখা যাচ্ছে, সম্পূর্ণ নীল বিকিনিতে মোড়া তাঁর শরীর, চুলের দু পাশে দুটো বেনি, মাথায় আবার ফুল গোঁজা, স্পষ্টই অভিনেত্রীর বুকের খাঁজ, মেদহীন শরীরের অন্যান্য অংশ। তাঁর মেদহীন পেট, চিকন উরু সবটাই যেন ছকে বাঁধা। আর ছবির ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে মলদ্বীপ সমুদ্রের বিপুল জলরাশি। অবশ্যই ন্যুড মেক-আপ তাঁর, আর বরাবরের মতন সেক্সি পোজে কখনো দাঁড়িয়ে আছেন, কখনো বসে পেছন ঘুরে পোজ দিচ্ছেন অভিনেত্রী, আবার সুইমিং পুলের সামনে, বোঝাই যাচ্ছে স্নান করার জন্যে তৈরি হচ্ছেন তিনি। আর এখানেই প্রমাণ অভিনেত্রীর নীল রং ভীষণই প্রিয়।
View this post on Instagram
যেখানে দেখা যাচ্ছে, সম্পূর্ণ নীল বিকিনিতে মোড়া তাঁর শরীর, চুলের দু পাশে দুটো বেনি, মাথায় আবার ফুল গোঁজা, স্পষ্টই অভিনেত্রীর বুকের খাঁজ, মেদহীন শরীরের অন্যান্য অংশ। তাঁর মেদহীন পেট, চিকন উরু সবটাই যেন ছকে বাঁধা। আর ছবির ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে মলদ্বীপ সমুদ্রের বিপুল জলরাশি। অবশ্যই ন্যুড মেক-আপ তাঁর, আর বরাবরের মতন সেক্সি পোজে কখনো দাঁড়িয়ে আছেন, কখনো বসে পেছন ঘুরে পোজ দিচ্ছেন অভিনেত্রী, আবার সুইমিং পুলের সামনে, বোঝাই যাচ্ছে স্নান করার জন্যে তৈরি হচ্ছেন তিনি। আর এখানেই প্রমাণ অভিনেত্রীর নীল রং ভীষণই প্রিয়।