বদলে গেছে মোনালি ঠাকুরের মুখ! গায়িকাকে প্লাস্টিক সুন্দরী বলে কটাক্ষ করলো নেটবাসী

গানের জগতের এক জনপ্রিয় নাম ‘মোনালি ঠাকুর’ (Monali Thakur)। এছাড়াও তার আরেকটি জনপ্রিয় পরিচয়, তিনি অভিনেতা শক্তি ঠাকুরের ছোটো মেয়ে। ‘মোহ মোহ সে ধাগে’তে তার কণ্ঠস্বর থেকে সুর সকলের মন জয় করে নিয়েছিল। তবে শুধু গান নয় তার রূপের জন্যও তিনি বেশ জনপ্রিয়।
View this post on Instagram
তার সুন্দর মোহময়ী রূপে ৮ থেকে ৮০ সকলেই পাগল হয়ে যায়। সম্প্রতি গায়িকা ব্যস্ত রয়েছেন এক বিচারকের কর্তব্য পালনে। স্টার জলসার জনপ্রিয়ও রিয়ালিটি শো সুপার সিঙ্গারে বিচারকের আসনে রয়েছেন তিনি। আবারো বহুদিন পর তাকে টিভির পর্দায় দেখা মিলবে তার
View this post on Instagram
এছাড়া তার পাশাপশি বিচারকের আসনে রয়েছে শান, রুপম ইসলাম। এর মঞ্চ থেকেই বেশ কয়েকটি ছবি তিনি তুলে ধরেছেন ইনস্টাগ্রামে তার অনুরাগীদের জন্য। ছবিগুলি তে বিভিন্ন লুকে দেখা গেছে মোনালিকে।
View this post on Instagram
কখনো ওয়েস্টার্ন তো কখনো ট্র্যাডিশনাল, এইভাবেই সেজে উঠেছিলেন অভিনেত্রী। সাথে ক্যাপশন জুরেছিলেন, “শেষের কয়েকটা দিন”। তবে এই ছবিগুলিতে তাকে দেখে অবাক হয়েছে সকলে। কেউ বলেছে, “একি মুখের অবস্থা”, কেউ আবার জানতে চেয়েছে “নাক সার্জারি করিয়েছেন নাকি”।