×
বিনোদনভাইরাল ভিডিও

যুবকের গলায় যেন মহম্মদ রফির বাস! গায়কের সুরেলা কণ্ঠে মুগ্ধ নেটবাসী

Advertisements
Advertisements

ইতিমধ্যেই বর্ধমানের ভাইরাল হওয়া গায়ক ‘মিলন কুমার’ (Milan Kumar)কে সকলেই জেনে গেছে সোশ্যাল মিডিয়ার দরুণ। বর্তমানে তার জনপ্রিয়তা পৌঁছেছে তুঙ্গে, ঠিক যেরকম ভাবে রানাঘাটের ‘রানু মন্ডল’ এবং ‘ভুবন বাদ্যকার’ জনপ্রিয়তা পেয়েছিল। ঠিক সেরকম ভাবেই মিলন কুমারও এখন অধিক পরিচিত হয়ে উঠেছে নেটবাসীর কাছে।

Advertisements

পূর্ব বর্ধমানের এক নাম্বার ব্লকের নিত্যনন্দপুরের বাসিন্দা ‘মিলন কুমার’। মিলন বর্ধমান কাটোয়াগামী বিভিন্ন ট্রেনে উঠে দর্শকদের গান শোনাতেন আর এভাবেই তিনি অর্থ উপার্জন করতেন। ট্রেন ছাড়াও মাঝে মাঝে প্ল্যাটফর্মেও তাকে গান গাইতে শোনা যেত। কিছুদিন আগেই ‘কেকে’র একটি গান গেয়ে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছিলেন তিনি। শোনা যায়, যাত্রীরা প্রত্যেকেই তাকে মহম্মদ রফি বা কিশোর কুমারের সাথে তুলনা করে।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে মিলন কুমারকে মহম্মদ রফির গাওয়া ‘মেরা মেহবুব আয়া হে’ গানটি গাইতে শোনা গেছে। স্বাভাবিকভাবেই আগের মতনই সোশ্যাল মিডিয়ায় তার এই গানটিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিওটি। নেটবাসীরা সকলেই নানান প্রশংসিত মন্তব্যে ভরিয়ে তুলেছে ভিডিওর কমেন্ট বক্স।

অনেকেই মিলন কুমারের গান শুনে জানিয়েছে, ভুবন বাদ্যকর বা রানু মন্ডলের থেকে অনেক ভালো সুরকার তিনি! অন্য একজন নেটিজেন বলেছেন, “আগামী দিনে আরও সাফল্য অর্জন করবেন কামনা করছি”। দ্বিতীয়জন লিখেছে, “একজন গুণী শিল্পীর যথার্থ সম্মান পাওয়াটা অত্যন্ত আবেগের এবং আনন্দের, শুভেচ্ছা রইল মিলন বাবু”।

Advertisements