বলিউড ও টলিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। দীর্ঘদিন ধরে তিনি অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন এবং একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শককে। কিন্তু এই অভিনেতার উত্তরসূরি হিসেবে কাউকে পেল না এই দুই ইন্ডাস্ট্রি। মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী অভিনয় জগতে নামলেও তেমন একটা জায়গা করে নিতে পারেননি তিনি। এই ক্ষেত্রে মিঠুন চক্রবর্তীর মুখ একটু হলেও রেখেছেন বলা যায় তার বৌমা মাদালাসা শর্মা।
মহাক্ষয় চক্রবর্তীর স্ত্রী মাদালাসা শর্মা হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ। বর্তমানে তিনি অভিনয় করছেন হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’তে। এই ধারাবাহিকে তিনি কাব্যা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন। মিঠুন পুত্রবধূ মাদালসা সোশ্যাল মিডিয়ায় বেশ এক্টিভ। ইনস্টাগ্রামে ভিডিও বা ফটোশ্যুট এর মধ্যে দিয়ে তিনি তাঁর অনুরাগীদের কাছাকাছি থাকার চেষ্টা করেন সব সময়। তবে এই মুহূর্তে মাদালাসা শর্মা ইনস্টাগ্রমের রিল ভিডিওর জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চায় রয়েছেন।
কিছুদিন আগেই হিন্দি ধারাবাহিকের এই জনপ্রিয় অভিনেত্রী রিল ভিডিও দরুন সোশ্যাল মিডিয়ার বেশ পপুলার হয়েছিলেন। এ বছরের দোল পূর্ণিমায় আবির মেখে নাচতে দেখা যায় তাকে এক রিল ভিডিওতে, বেশ জনপ্রিয়তা পেয়েছিলো সেই ভিডিও নেট দুনিয়ায়। এবারও মাদালসা তার মা অভিনেত্রী শিলা শর্মার সাথে ইনস্টাগ্রামে আবারও একটি রিল ভিডিও শেয়ার করেন। গত সোমবারে জাস্টিন টিম্বারলেক এর ‘সেক্সি ব্যাক’ গানে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। তারা এই গানে তুমুল নাচ করে রাতারাতি আরো একবার ভাইরাল হলেন। মাদালসা এই ভিডিওর ক্যাপশন হিসাবে লিখেছেন- ”ইয়ে ম্যায় হুঁ, অউর ইয়ে হামারি মাম্মা হ্যায়। আর ইয়ে হামারি ডান্স পাওরি হো রহি হ্যায়। আশা রাখি, সমস্ত কোলাহলে মধ্যে এটা আপনাদের মুখে হাসি ফোটাবে।”
View this post on Instagram
করোনা পরিস্থিতিতে এই রিল ভিডিও ইনস্টাগ্রামে বেশ পপুলারিটি পেয়েছে। সকল শ্রেণীর অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাচ্ছে ভিডিও বানাতে এবং সেই ভিডিও রাতারাতি বেশ পপুলার হচ্ছে। করোনা পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক অবস্থায় না এলেও যথেষ্ট সাবধানতা অবলম্বন করেই মানুষ তাদের দৈনন্দিন কাজে নেমে পড়েছে। অনুপমা ধারাবাহিকে কাব্যা গান্ধীর সহ-অভিনেত্রী তথা ওই ধারাবাহিকের মুখ্য নারী চরিত্রে অভিনয় করছেন রুপালি গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে রুপালি গঙ্গোপাধ্যায়ের করোনা পজেটিভ এমনটাই শোনা যাচ্ছে।