×
বিনোদন

এপ্রিলেই শেষ হয়ে যাচ্ছে মিঠাই! খবর শুনে মিঠাই প্রেমীদের চোখে জল

Advertisements
Advertisements

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। প্রায় দুই বছর ধরেই সম্প্রচারিত হওয়া এই ধারাবাহিকের প্রেমে অন্ধ অনুরাগী মহল। তবে হঠাৎই শোনা যাচ্ছে চলতি মাসেই শেষ হয়ে যাবে মিঠাই, যা শুনঃ রীতিমতো চোখে জল চলে এসেছে মিঠাই অনুরাগীদের।

Advertisements

কিছুদিন আগেই গল্পের পরিবর্তন আসায়, সময় বদলে সন্ধে ছটা করে দেয়া হয়েছিল। বর্তমানে ধারাবাহিকের গল্প অনুযায়ী, আবারও হারিয়ে যাওয়া মিঠাইকে ফেরত পাওয়া গেছে। উল্টোদিকে মিঠি সিডকে ডিভোর্স দিয়েছে। যদিওমিঠাইয়ের এখনো স্মৃতি ফেরেনি।

আবছা অবছা অনেক দৃশ্যই তার চোখে ভেসে আসছে। মোদক পরিবারের সকলেই চেষ্টা চালিয়ে যাচ্ছে মিঠাইয়ের যাতে স্মৃতি ফিরে আসে আর এর মধ্যেই শোনা গেল সিরিয়াল নাকি বন্ধের মুখে। এর ফলে দর্শকেরা রীতিমতো রেগে গেছে জি বাংলার ওপরে। জানা যাচ্ছে ‘ফুলকি’ নামক একটি নতুন ধারাবাহিক আস্তে চলেছে মিঠাইয়ের পরিবর্তে।

আসন্ন ধারাবাহিকে দুটি নতুন মুখকে দেখতে পাবে দর্শকেরা। ক্রিকেটের গল্পকে কেন্দ্র করেই তৈরি হবে সিরিয়ালটি। অপরদিকে ‘তোমার খোলা হাওয়া’ সিরিয়ালের জায়গায় আসছে ‘মুকুট’ নামের নয়া সিরিয়াল। সবমিলিয়ে দর্শকরা এখন বেজায় চটে আছে।

Advertisements