বাংলার জয়জয়কার! দেশ ছড়িয়ে আফ্রিকার চ্যানেলে দেখানো হবে মিঠাই ধারাবাহিক, আনন্দ মুখরিত বঙ্গবাসী

দর্শকদের বিচারে জি বাংলার সিরিয়ালগুলির মধ্যেই শীর্ষ তালিকায় রয়েছে ‘মিঠাই’ (Mithaai)। ‘সুখে দুখে মিষ্টি মুঠে মুখে মিঠাই’- এই ট্যাগলাইন নিয়েই ‘বেঙ্গল টপার’ তকমা পেয়েছে এই সিরিয়াল। সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করছে ‘সৌমিতৃষা কুণ্ডু’ এবং ‘আদৃত রায়’। স্বাভাবিকভাবেই দুজনের কেমিস্ট্রি ইতিমধ্যেই বেশ ভাইরাল (viral) হয়ে উঠেছে। এবার এই জনপ্রিয় সিরিয়াসের যাত্রা শুরু হল দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের পথে।
টিআরপির তালিকায় টানা ৫৬ সপ্তাহ সেরার সেরা হয়েছিল এই সিরিয়াল। স্বাভাবিকভাবেই যে কোন সিরিয়াল জনপ্রিয় হয়ে উঠলে, তা অন্য ভাষায় সম্প্রচারিত হয় সেটাই স্বাভাবিক। তবে এবার মিঠাই সিরিয়াল অন্য ভাষা নয়, অন্য দেশে পাড়ি দিল! আফ্রিকার চ্যানেলেও দেখানো হবে এবার থেকে মিঠাই ধারাবাহিকটি।
টিভির পর্দায় চোখ রাখলেই দেখা যায়, কোন সিরিয়াল হয়তো এক বছর হতে না হতেই বন্ধের মুখে চলে আসে। সে ক্ষেত্রেই মিঠাই ধারাবাহিক দু’বছর অতিক্রম করেছে, তাও জনপ্রিয়তা এতটুকুও কমেনি। বর্তমানে অবশ্য সিরিয়ালের গল্পে কিছুটা পরিবর্তন আশায়, দর্শকরা মনমরা হয়ে পড়েছে। সকলের প্রিয় মিঠাইয়ের মৃত্যু ঘটেছে, তবে মিঠাইয়ের বদলে সিরিয়ালের হাল ধরতে এসেছে ‘মিঠি’ নামক অপর একটি চরিত্র।
তবে এই একঘেয়েমি কাটিয়ে উঠতে দর্শকরা এখনো অপেক্ষা করে আছে, কবে আবারও মিঠাই বেঁচে ফিরে আসবে। যদিও এই টানাপোড়েনের ইতি কবে হবে তা জানা নেই! তারই মধ্যে এই সুখবরে বঙ্গবাসী বেশ খুশি। আফ্রিকার ‘জি ওয়ার্ল্ড আফ্রিকান’ নামক চ্যানেলে ইতিমধ্যে সম্প্রচারিত হচ্ছে মিঠাই ধারাবাহিকটি। যা স্বাভাবিকভাবেই গর্বিত করে তুলেছে বাঙালি দর্শক মহলকে।