×
বিনোদন

অভিনয়ের পাশাপাশি প্রকাশ্য মঞ্চে দুর্দান্ত গান গেয়ে তাক লাগালেন সকলের প্রিয় সৌমিতৃষা ওরফে মিঠাই রাণী, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

Advertisements
Advertisements

জি বাংলার (zee bangla) একজন প্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। রাত আটটা বাজলেই বাঙ্গালীদের চোখ পরে এই সিরিয়ালে! এই সিরিয়ালের মুখ্য চরিত্রে থাকা ‘সৌমিতৃষা কুন্ডু’ (soumitrisha Kundu) ওরফে মিঠাই, দর্শকদের মনে এক আলাদাই জায়গা দখল করে রয়েছে। একসময় এই সিরিয়ালের টিআরপি সবার উপরে থাকলেও, বর্তমানে সেই জায়গা তারা ধরে রাখতে পারছে না। তবুও দর্শকদের কাছে আজও একই রকম ভাবে জনপ্রিয় মিঠাই ও উচ্ছেবাবুর কেমিস্ট্রি!

Advertisements

তবে মিঠাই ওরফে সৌমিতৃষাকে দর্শকদ যেন আরেকটু বেশিই ভালোবাসে। দর্শকেরা তার নিত্য-নতুন অভিনয়ের দেখার জন্য টিভির সামনে বসে থাকে সকলে। তবে শুধু অভিনয় না, সোশ্যাল মিডিয়ার পাতাতেও বেশ
অ্যাক্টিভ অভিনেত্রী এবং মাঝে মাঝেই বাইরে মাচা শো-ও করতে যায়। এবার সেই মঞ্চেরই একটি দৃশ্য ভাইরাল (viral) হল নেটদুনিয়ার পাতায়।

টিভি পর্দার তারকারা মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় গান গাইতে যায়। এবার মিঠাইকে দেখা গেল, মাথার মঞ্চে দাঁড়িয়ে ‘এই ফাগুনী পূর্ণিমা রাতে, চল পলায়ে যাই’ গানটি গাইতে। এটি ভূমি বাংলা ব্যান্ডের সুরজিৎ চট্টোপাধ্যায়ের গাওয়া একটি গান, যা একসময় বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। এই ভিডিওটি ইউটিউব চ্যানেল এসএম ভিডিওজ থেকে আপলোড করা হয়েছিল। মিঠাই রানীর এরূপ গান গাওয়ার ভিডিও, খুব দ্রুত দর্শক মনে জায়গা করে নিয়েছে। ইতিমধ্যে ভিডিওটির ভিউজ সংখ্যা ছাড়িয়েছে ১২ হাজার ৯০০ তে।

Advertisements