×
বিনোদন

সুপারস্টার দেবের সাথে জুটি বাঁধছেন মিঠাই রানি! বিস্তারিত জানালেন অভিনেত্রী সৌমিতৃষা

Advertisements
Advertisements

বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’। দর্শকদের বিচারে একাধিকবার বেঙ্গল টপার তকমা পাওয়া এই মিঠাই সিরিয়ালে, সৌমিতৃষা (Soumitrisha kundu) এবং আদৃত রায়ের অভিনয় নজর কাড়ে দর্শকদের। তবে সিরিয়ালে বর্তমানে মৃত্যু হয়েছে সকলের প্রিয় মিঠাইয়ের, এর পরিবর্তে এসেছে মিঠি। এই চরিত্রেও অভিনয় কিন্তু করছেন সেই সৌমিতৃষাই।

Advertisements

সম্প্রতি দেবের প্রযোজনায় তৈরি ‘প্রজাপতি’ সিনেমার স্পেশাল স্ক্রিনিং-এ আইনক্সে এসেছিলেন সৌমিতৃষা। দেবের সাথে একসাথে ছবিও তুলেছিলেন তিনি। এমনকি দেবকে বরাবরই নিজের প্রিয় অভিনেতা বলে আখ্যা দেন তিনি। জি বাংলার একটি প্রজেক্টে দেবের সাথে একসাথে কাজও করেছে সৌমিতৃষা।

টলি টাইমের পক্ষ থেকে আইনক্সে সৌমিতৃষার একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছিল সেদিন। সাক্ষাৎকারে তার ধারাবাহিক মিঠাই নিয়েও তাকে প্রশ্ন করা হয়েছিল সেখানে। মিঠি চরিত্রটি নিয়ে দর্শকদের একাধিক প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন সৌমিতৃষা। আসলে চরিত্রটি মিঠি নাকি মিঠাই সেটাই সকলে জানতে চায়! যদিও তিনি অবশ্য এইসবের উত্তর দিতে নারাজ; বলেছেন এর জন্য সিরিয়াল দেখতে হবে।

এছাড়াও তাকে প্রশ্ন করা হয়েছিল যে, তাকে বড় পর্দায় কবে দেখা যাবে? এমনকি কিছুদিন আগে শোনা যাচ্ছিল, আদৃত ও সৌমিতৃষা নাকি বড়ো পর্দায় একসাথে সিনেমা করতে পারে। তবে এই সাক্ষাৎকারে সৌমিতৃষা জানিয়েছে, এখন তো মিঠাই চলছে আর এটা ধারাবাহিক, এটা ছেড়ে অন্য কোথাও যাওয়া যায় না। আর কোন কাজে এফোর্ট দিতে না পারলে, সেটাকে বেঈমানী করা বলা হবে। তাই দুটি কাজ একসাথে করার কোন প্ল্যান নেই।

Advertisements