অসমীয়া ভাষায় গান গেয়ে দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চ মাতালো মিঠাই-পুত্র শাক্য, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

বাংলা ধারাবাহিকে প্রথম দশে যার নাম থাকে, সেটি হল ‘মিঠাই’। প্রাইম টাইমে না থাকতে পারলে, টিআরপি তালিকায় এই সিরিয়ালের জনপ্রিয় তা বেশ ভালো। এই সিরিয়ালে এখন শিশুশিল্পী হিসেবে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছে শাক্য ওরফে ‘ধৃতিস্মান’ (Dhritishman)।
যদিও পাঁচ বছর বয়সী ধৃতিষ্মান শুধু অভিনয়ের জন্য নয়, গানের জন্য রাষ্ট্রীয় পুরস্কারের খাতায় নাম লিখে ফেলেছে। মাত্র বারো মাস বয়স থেকে গান গাইতে পারতো এই খুদে। তবে শুধু গান গাইতে পারে বললে ভুল হবে; বাংলা, অসমীয়া, তামিল, হিন্দি, ইংরেজি নানান ভাষায় গান গাইতে পারে এই ছোট্ট ছেলেটি। এই ছোট বয়সেই ৭২ টির বেশি গান গেয়ে ফেলেছে সে। ‘ইয়ংগেস্ট মাল্টিলিঙ্গুয়াল সিঙ্গার’ বলে আখ্যা দেয়া হয়েছে তাকে।
এর আগে ‘বৌমা এক ঘর’ নামক সিরিয়াতে তাকে দেখা গিয়েছিল। তার গানের শিক্ষাগুরু কিন্তু তার মা। এবার মায়ের সাথে শাক্য এসে হাজির হলো দিদি নাম্বার ওয়ানের মঞ্চে আর সেখানেও গান গেয়ে মুগ্ধ করল মঞ্চে উপস্থিত সকলকে।
View this post on Instagram
Insurance coverage provided by UnitedHealthcare Insurance dítě hvězdy or its affiliates Payer Initiated Reductions. PR. Patient Responsibility. Reason. Code.
এই দিন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে তার কন্ঠে একটি অসমীয়া গান শোনা গেছে। যা শুনে সকলের আনন্দের উচ্ছ্বাসিত হয়ে পড়েছিল। এমনকি রচনা ব্যানার্জীও তার বিপুল প্রশংসা করেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় পর্যন্ত তার গান শুনে, তার ফ্যান-ফলোয়ার সংখ্যা বেড়েই চলেছে।