×
বিনোদন

কাউকে কিছু না জানিয়ে বিয়ের পিঁড়িতে মিঠাই সিরিয়ালের রুদ্র! রইলো ছবি

Advertisements
Advertisements

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। ২০২১ সাল থেকে শুরু করে বর্তমান সময়কাল পর্যন্ত ইতিমধ্যে একাধিকবার বেঙ্গল খেতাবও পেয়েছে এই সিরিয়ালটি। ধারাবাহিকের গল্প থেকে শুরু করে কলাকুশলীদের অসাধারণ অভিনয় এবং তাদের সুমধুর সম্পর্ক, সবকিছুই এই সিরিয়ালের ইউএসপি তা বলা যেতে পারে। বর্তমানে অবশ্য টিআরপির তালিকায় বেশ কিছুটা পিছিয়ে পড়েছে এই সিরিয়াল। ইতিমধ্যে ‘মিঠাই’ নামক মুখ্য চরিত্র মৃত্যু হয়ে, সেখানে এসেছে ‘মিঠি’ নামক নতুন একজন।

Advertisements

ধারাবাহিকের অন্য সকল চরিত্রে পাশাপাশি মিঠাইয়ের ছোটো ননদ নিপা এবং তারপর বর ‘রুদ্র’র জুটি বেশ জনপ্রিয়। রুদ্র চরিত্রে অভিনয় করছে বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় তারকা ‘ফাহিম মির্জা’ (Fahim Mirza)। তবে মিঠাই সিরিয়ালের পর্দায় বেশ কিছুদিন হল রুদ্রকে আর দেখা যাচ্ছে না। এক মাসের জন্য এই সিরিয়াল থেকে ছুটি নিয়েছেন তিনি। তবে আবারো এই সিরিয়ালে ফিরে আসার সম্ভাবনাও রয়েছে তার।

এইজন্য হঠাৎ করেই ধারাবাহিকের পাতাতে দেখানো হচ্ছে, নিপার বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর পরেই দেখা যায়, তিনি বিয়ের পিঁড়িতে বসে পড়েছেন এবং বিয়ে করেছেন বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় তারকা শ্বেতা দাসকে (Sweata Das)।

তবে একটু ভালো করে বিশ্লেষণের করলেই বেরিয়ে আসে আসল তথ্য। চরিত্র এবং অভিনয়ের জন্যই তাদের বিয়ের ঘটনা। আকাশ আটের নতুন ধারাবাহিক শ্বেত পাথরের থালাতে বর্তমানে অভিনয় করছে ফাহিম এবং সেখানে তার বিপরীতে রয়েছে শ্বেতা। সেই গল্পেই এবার তাদের দুজনের বিয়ে দেখানো হয়েছে।

Advertisements