গোলাপি পোশাক ও খোলা চুলে নজর কাড়লেন সৌমিতৃষা, জি বাংলার ‘মিঠাই’-এর রূপে মুগ্ধ ভক্তরা, রইলো ভিডিও

রাত ৮ টা বাজলেই, ‘জি বাংলার’ (zee Bangla) পর্দায় ধরা দেয় ‘মিঠাই’, যার অভিনয় দক্ষতা মন কেড়ে নেয় ‘দর্শক’ দের। একের পর এক সিরিয়াল করে সে জায়গা করে নিয়েছে ‘দর্শক- মনে’। ছোট থেকেই তার অভিনয় জীবনের পথ চলা শুরু করেছিল সে; বর্তমানে সে অবশ্য ‘বেঙ্গল টপার’ (bengal topper)!
মাঝে মধ্যেই সে নানা রূপে নেটিজেনদের কাছে ধরা দেয় সোশ্যাল মিডিয়া তে। তার বিভিন্ন ছবি সহজেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এরকমই এক ‘গোলাপী পোশাকে’ দে ধরা দিল, ফ্যানসদের কাছে তার ইনস্টাগ্রাম (ইনস্টাগ্রাম) থেকে। একটি গোলাপী রঙের ২ পিস ড্রেস পড়েছে, সাথে গলায় মানানসই ‘সিলভার জাঙ্ক জুয়েলারী’। অপরূপ সুন্দর ভিডিও টি তে চুল এইদিক ওইদিক সরিয়ে নিজেকে মেলে ধরেছে সে।
View this post on Instagram
‘রাহে বালিয়ে তুঝসে ডোর’-এর সাথে পোশাকের সাথে মানানসই পিংক হার্ট ইমোজি দিয়ে আকর্ষনীয় করে তুলেছে সে ভিডিও টিকে। ভিডিও টি দেওয়া মাত্রই প্রচুর প্রশংসা পেয়েছে সে নেটিজেনদের; কেউ বলেছে ‘wow’ কেউবা বলেছে ‘অসাধারন লাগছে’। ইতিমধ্যেই ‘৫০ হাজার’ ছাড়িয়েছে ভিডিওটির ভিউজ সংখ্যা।