×
বিনোদনভাইরাল ভিডিও

Mithai : শেষ হচ্ছে ‘মিঠাই’ ধারাবাহিক ! ফ্যানদের মন ভালো করতে সুরে সুর মেলাল অনস্কিন বাবা ছেলের জুটি

Advertisements
Advertisements

জি বাংলার অতি জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। কালক্রমে এই ধারাবাহিকের জনপ্রিয়তা কমে গেলেও ,এখনো পর্যন্ত মিঠাই ফ্যানদের সংখ্যা কিন্তু কমেনি। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই দেখা যায়, সৌমিতৃষা ও আদৃতের জুটিকে নিয়ে কতটা উত্তেজনা দর্শকদের মধ্যে। তবে আপাতত সকল দর্শকমহল শোকস্তব্ধ কারণ ভেঙে ফেলা হয়েছে মিঠাইয়ের সেই পুরনো মনোহরার সেট।

Advertisements

যদিও শুধু সেট বদল হওয়াতেই শেষ নেই। শোনা গেছে আগামী দুই সপ্তাহের মধ্যে নাকি ধারাবাহিকত শেষ হতে চলেছে। ভারত লক্ষ্মী স্টুডিওতে আপাতত মিঠাইয়ের সিনগুলি শুট করা হচ্ছে। দেখানো হচ্ছে মিঠাইয়ের সব পুরনো স্মৃতি মনে পড়ে গেছে।

তবে আপাতত সেট বদলের জন্য তারকাদেরও মন খারাপ কিছু কম নয়। তাইতো সোশ্যাল মিডিয়ার পাতায় মিঠাইয়ের সিদ্ধার্থ থেকে শুরু করে মিষ্টি, শাক্য, শ্রীতমা সকলেই মনোহরার স্মৃতি নিয়ে নানান কথা তুলে ধরেছিল। এগুলো যেহেতু সকলে মন খারাপ করেছিল, তাই সিদ্ধার্থ এবার সকলের মন ভালো করার জন্য এক অন্যরকম ভিডিও পোস্ট করলেন।

যেখানে দেখা গেছে, সিদ্ধার্থ অর্থাৎ আদৃত, মিঠাইয়ের ছোট্ট শাক্য অর্থাৎ ধৃতিস্মান চক্রবর্তীকে নিয়ে গান গাইতে বসেছে। তাদের দুজনের কন্ঠে শোনা যাচ্ছে পাসুরি গানটি। এর সাথে সিদ্ধার্থ অবশ্য সকলকে বলেছে, যে সকলের মন ভাল করার জন্যই এরূপ পোস্ট করেছে।

Advertisements