দীপাকে মারতে গিয়ে সূর্যর হাতে ধরা পড়লো মিশকা! ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালে জমজমাট আগামী পর্ব

স্টার জলসার এক অতি জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। এই গল্পের মুখ্য চরিত্র থাকা দীপা এবং সূর্য বর্তমানে একে অপরের থেকে আলাদা। তাদের দুই সন্তান থাকা সত্ত্বেও এখন সূর্য মনে হচ্ছে শুধুমাত্র রুপা তাদের সন্তান! এখন সে কবীরকে দোষারোপ করতে থাকে কেন তার থেকে দীপাকে সে কেড়ে নিয়েছিল! যদিও কবীর বারংবার জানায়, তার সাথে দীপার বিয়ে হয়নি।
হঠাৎই গল্পে আসে নতুন মোড়। সূর্য ড্রিঙ্ক করে দীপার কাছে যায় এবং অচেতন হয়ে পড়ে। হঠাৎ করেই সেই ঘরে চলে আসে মিশকা। মিশকার প্ল্যান ছিল ঘরে থাকা দীপা এবং সোনাকে একসাথে মেরে দেওয়া। হঠাৎ করেই মিশকার সন্দেহ হয় যে, ঘরে হয়তো কেউ আছে যদিও সে সূর্যকে দেখতে পায় না।
সূর্য কিন্তু ঠিক মিশকাকে দেখে ফেলে এবং বুঝেও নেয় দুটি গুন্ডা নিয়ে মিশকা তখন দীপার ঘরে ঢুকছিল। এর পরেই সোনা ও দীপাকে দেখতে পেয়ে মিশকা বলে, সোনা তোমার খুব কাছের তাই ওকেই আগে শেষ করবো। আরও বলে যে, “এতদিন ধরে এই ভাবেই তোমার ও সূর্যর মধ্যে যত ঝামেলার সৃষ্টি করেছি। এরপর তোমাকে মেরে সূর্যকে বিয়ে করবো”।
সব শুনে শেষ পর্যন্ত সূর্যর কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। তখন মিশকার হাতটা সূর্য ধরে ফেলে। সে বোঝে কবীর আসলেই তাকে সত্যি কথাই বলেছিল, তার সাথে দীপার বিয়ে হয়নি। অপরদিকে সে এই কথাও বুঝতে পারে, রুপা তার নিজের সন্তান কিন্তু তাহলে সোনা কে! এই প্রশ্নই আসে সূর্যের মাথায়। দর্শকরা আপাতত আগামী এপিসোডের দিকে তাকিয়ে রয়েছে।