মিশকা সূর্যের বউ নয়! সাধের অনুষ্ঠানে হাটে হাড়ি ভাঙলো উর্মি, জমজমাট আগামী পর্ব

সত্যিটা সকলের সামনে ফাঁস করে দিল উর্মি। নিজের সাধের অনুষ্ঠানে বাড়ির সকলের সামনে বলে দিল যে, সূর্যর সাথে মিশকার আসলে কোন সম্পর্ক নেই। এমনিতেই ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহীকে মিশকা ও সূর্যের সম্পর্ক অপরদিকে সোনা ও রুপার পরিচয় নিয়ে চলছে এক টানটান উত্তেজনা। এরই মধ্যে টালমাটাল দীপা শুনলো এক চরম সত্যি।
এদিন সেনগুপ্ত বাড়িতে অন্নপূর্ণা পূজোতেই আমন্ত্রিত ছিল দীপা। অপরদিকে উর্মির সাধের অনুষ্ঠান থাকায়, তারাও প্ল্যান করে সেখানে দীপাকে ডেকে পাঠায় কারণ মিশকাকে জব্দ করার এর থেকে ভালো সুযোগ তারা আর পাবে না। অপরদিকে দীপা লাবণ্যকে কিছু বলতে চাইছিল।
যদিও ভিড় ঠেলে লাবণ্যকে সবকিছু বলে দেওয়া তার সম্ভব হয়নি কিন্তু সেই একটি চিঠি দিয়ে আসে। এবার সেই চিঠি লাবণ্য দেখতে পেয়েই বুঝে যায় যে, দীপা জেনে গেছে তার যমজ সন্তানের ব্যাপারে কিন্তু দীপাকে সে কি বলবে তা বুঝে পায় না।
এরপরে উর্মীর সাধের অনুষ্ঠানে যখন সূর্যের আশীর্বাদ করার পালা আসে, তখন মিশকা তাকে জোর করে যে, সে সূর্যের সাথেই আশীর্বাদ করবে কিন্তু উর্মি তাকে আটকে দেয় এবং জানায় যে, তার তো আশীর্বাদ করার কোন অধিকার নেই। একমাত্র বিবাহিত মহিলারা এবং যারা মা হয়ে গেছে তারাই আশীর্বাদ করতে পারে। এই ভাবেই দীপার সামনে সত্যিটা তুলে ধরে সে।