×
বিনোদন

সারা শরীর ঝলমলে আয়নায় ঢেকে ক্যামেরার সামনে পোজ দিলেন মিমি! ছবি দেখে মুগ্ধ নেটজনতা

Advertisements
Advertisements

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘মিমি চক্রবর্তী’ (Mimi Chakraborty)। তবে তিনি শুধু অভিনেত্রী হিসেবেই পরিচিত নন, ইতিমধ্যে রাজনীতিতেও যোগদান করেছেন। সাংসদ হিসেবেও তার বহু কাজ এখন। এর পাশাপাশি ইউটিউবে ভ্লগ করা শুরু করেছেন মিমি। বর্তমানে বাংলায় সব থেকে বেশি ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের কাজে যুক্ত রয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এর পাশাপাশি অবশ্য অনুরাগীদের জন্য নানান লুকে হাজির হন তিনি। বেশিরভাগ সময়ই বোল্ড লুকে সকলের নজর কাড়েন।

Advertisements

গত বছর মে মাসে মুক্তি পেয়েছিল, মিমি অভিনীত তার শেষ ছবি ‘মিনি’। তবে এই ছবিটি বক্স অফিসে সেরকম সাড়া ফেলতে পারেনি। তার আগেও ‘খেলা যখন’ নামের একটি সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি আর সেটিও ব্যাপক ফ্লপ করেছিল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীকে দেখা গেল একেবারে ভিন্ন লুকে। ব্ল্যাক, বোল্ড, গর্জাস বলতে যা বোঝায়; সেই রূপেই ধরা দিলেন তিনি। তাকে দেখা গিয়েছিল একটি মীরর ওয়ার্ক কাজ করা শর্ট বডিকন ড্রেসে। এই পোশাকের স্লিভটি ছিল স্প্যাগেটি। তার সাথে অভিনেত্রী একটি কালচে সবুজ রঙের ফ্রিকোয়েন্স ব্রালেট এবং কালো রঙের শর্ট পরেছিলেন। ব্রালেটটি ভি নেক হওয়ায় তার ক্লিভেজ ছিল উন্মুক্ত। এর পাশাপাশি মেকআপও করেছিলেন তিনি। চুল ছিল কার্লি। এই পোশাকের সাথে অধিক নজর কেড়েছিল অভিনেত্রীর ডান হাতে ট্যাটুটি।

 

View this post on Instagram

 

Shared post on

সোশ্যাল মিডিয়ার পাতায় এই ছডি তুলে ধরে অভিনেত্রী লিখেছিলেন, “এটি একটি উজ্জ্বল দিন”। তার সাথে ভি এমজি দিয়েছিলেন তিনি। স্বাভাবিকভাবেই তার এই ফটোতে অনুরাগীতে ভালোবাসা উপচে পড়ে। এমনকি অভিনেত্রীর সৌরসেনী পর্যন্ত “সেক্সি মা” বলে কমেন্ট করেছে। তার এই কমেন্ট দেখে অনুরাগীরা প্রশ্ন করেছেন, “মিমি তার মা কবে থেকে হয়ে গেলেন”? এছাড়া অভিনেত্রী এখন আর বেশি ছবি করছেন না কেন; সেই নিয়েও অনেকেই প্রশ্ন জানিয়েছে।

Advertisements