ক্যান্সারে আক্রান্ত মিমির প্রিয় পোষ্য, সন্তানের আরোগ্য কামনায় সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আর্জি অভিনেত্রীর

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তীর মন ভালো নেই। হঠাৎ কী এমন হলো যার জন্য এত ভেঙে পড়েছেন অভিনেত্রী? এইতো কিছুদিন আগেই অভিনেত্রী পার্নো মিত্রর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন মিমি। গোয়াতে বেশ খোশমেজাজে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তাহলে হঠাৎ বাড়ি ফিরে এসে কি হলো তার? অবশ্য তার এই সমস্যার কারণ তিনি নিজেই জানিয়েছেন।
এই কারণ হলো অভিনেত্রীর বাড়িতে তার দুটি সন্তান রয়েছে। তবে এই সন্তান মানুষ নয়, এরা হলেন অভিনেত্রী দুই প্রিয় পোষ্য। এই দুই সন্তানকে তিনি ভীষণ ভালোবাসেন। একেবারে সন্তানস্নেহে বড় করে তুলেছেন এদের। এদের নাম হল চিকু ও ম্যাক্স। আর ৮ বছরের এই চিকু অর্থাৎ ল্যাব্রাডার ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। যত দিন যাচ্ছে ততই ক্যান্সার তার শরীরে ছড়িয়ে পড়ছে।
যদিও অভিনেত্রী বসে থাকেননি, তিনি শহরের বিভিন্ন ডাক্তারদের সঙ্গে পরামর্শ করেছেন। যদিও সবাই হাত তুলে নিয়েছেন। এখন আর কোনো অপারেশন সম্ভব নয়। আর তাই তিনি এবার সোশ্যাল মিডিয়ায় চিকুকে নিয়ে একটি পোস্ট করেছেন। অনুরাগীদের কাছ থেকে সাহায্য চেয়েছেন অভিনেত্রী।
তিনি প্রথমেই নিজের প্রাণের চেয়ে প্রিয় চিকুর সাথে ছবি পোস্ট করে লিখেছেন,এই পোস্টটি লেখার সময়ে তাঁর দমবন্ধ হয়ে আসছে। কিন্তু চিকুর জন্য সাহায্য চাইতে এই পোস্ট করতে বাধ্য হয়েছেন তিনি। পাশাপাশি তিনি আরো লেখেন, যে চেন্নাইয়ের কোনও পশু চিকিৎসক যদি কারোর চেনা থাকে তাহলে দয়া করে তাঁর সঙ্গে যোগাযোগ করুন অথবা কমেন্ট করে জানান। বুধবার রাত্রে অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এই পোস্টটি করেছেন। যা দেখে অনুরাগীরা তার প্রিয় পোষ্য আরোগ্য কামনা করেছেন।
View this post on Instagram