×
বিনোদন

Mimi Chakraborty: অনুরাগীদের আবদার মেটালেন মিমি চক্রবর্তী!

Advertisements
Advertisements

টলিপাড়ার এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘মিমি চক্রবর্তী’ (Mimi Chakraborty)। একাধিক সিনেমার মাধ্যমে ইতিমধ্যেই দর্শক মনে এক আলাদাই জায়গা করে নিয়েছেন তিনি। শুধু অভিনেত্রী হিসেবে নয়, রাজ্যবাসীর আরো এক দায়িত্ব রয়েছে তার উপর। তিনি হলেন কলকাতায় প্রাণকেন্দ্র যাদবপুরের সাংসদ। তাই স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে তার বেশ জোর রয়েছে।

Advertisements

তবে এইসবের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতাতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। বিভিন্ন স্টাইল স্টেটমেন্টে নিজেকে তুলে ধরেন তিনি। কখনো ট্র্যাডিশনাল পোশাকে কখনো বা বোল্ড লুকে তার পুরুষ ভক্তদের ঘায়ের করেন। উৎসবের মেজাজতেও ধরা দেযন নিত্য নতুন সাজে। সম্প্রতি বসন্ত পঞ্চমী উপলক্ষে এরকমই এক দুর্দান্ত লুকে ধরা দিলেন তিনি।

বাগদেবীর আরাধনা মানে শাড়ির মেলা! রমণীরা নানান রকমের শাড়ি পড়ে নিজেদেরকে রাঙিয়ে তোলেন। এবার এই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী মিমি চক্রবর্তীও। নেট দুনিয়ার পাতায় সরস্বতী পূজার লুক তুলে ধরেছিলেন তিনি। তার পরনে একটি হলুদ রঙের ফ্লোরাল প্রিন্টের শাড়ি, তার সাথে লাল ভেলভেটের ব্লাউজ পরেছিলেন তিনি। মুখে ছিলো মানানসই মেকআপ এবং জুয়েলারি, চুল ছিল খোলা।

এই সাজের সাথে ‘তেরে নয়না’ গানে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন। স্বাভাবিকভাবেই নেটিজেনদের নানান প্রশংসামূলক মন্তব্যে ভরিয়ে উঠেছিল তার এই পোস্টটিতে। কেউ বলেছে, “আপনাকে যত দেখছি, তত আপনার রূপের প্রেমে পড়ছি”। কেউবা বলেছে, “তোমাকে শাড়িতে বেশি সুন্দরী লাগে”।

তবে এর পাশাপাশি নানান ভালো কাজ করার জন্য ভাইরাল হন তিনি। কিছুদিন আগেই ভাংড়াতে ২৫ জন যক্ষা রোগীর দায়িত্ব নেন তিনি। সাংসদে জানান, তাদের চিকিৎসার সমস্ত দায়িত্ব এবার থেকে অভিনেত্রীর।

 

View this post on Instagram

 

Shared post on

Advertisements