চিনে নিন প্রসেনজিৎ কন্যা প্রেরণাকে, যেকোনো বলি নায়িকাদেরও সৌন্দর্যে টেক্কা দেবেন তিনি, রইল ছবি

বাংলা সিনেমা জগতের ‘ইন্ডাস্ট্রি’ বলতে যাকে বোঝানো হয়, তিনি হলেন ‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায়’ (Prasenjit Chattopadhyay)। তার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনার শেষ নেই! তিনবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বর্তমানে অবশ্য স্ত্রী অর্পিতা এবং একমাত্র পুত্র তৃষাণজিৎকে নিয়ে সুখে সংসার করছে অভিনেতা। তবে অর্পিতার আগেও আরো দুবার বিয়ে হয়েছিল তার কিন্তু কোন বিয়েই টেকেনি!
দেবশ্রী রায়ের (Debashree ) সাথে বিচ্ছেদের পরে দ্বিতীয়বার আবারও বিয়ের পিঁড়িতে বসেছিলেন প্রসেনজিৎ। বিয়ে করেছিলেন ব্যবসায়ী ধনী পরিবারের মেয়ে অপর্ণা গুহ ঠাকুরতাকে। এরপর তাদের একটি কন্যা সন্তানও হয়েছিল কিন্তু দ্বিতীয় স্ত্রী বা মেয়ে কাউকে সেরকম ভাবে লাইমলাইটে আসতে দেখা যায়নি। মেয়ের নাম রাখা হয়েছিল প্রেরনা।
তবে সামান্য কিছুদিনের মধ্যেই সেই সম্পর্কের বিচ্ছেদ ঘটেছিল। জানা গিয়েছিল অপর্ণার প্রচুর চাহিদার জন্যই তাদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। এতদিনে প্রসেনজিতের সেই মেয়ে প্রেরণা হয়ে উঠেছে বড় এবং সুন্দরীও! অভিনয় জগতের সাথে তার কোন যোগ না থাকলেও যেকোনো বলি তারকাকে টেক্কা দেবে তার সৌন্দর্য। লন্ডনে একটি বিশ্ববিদ্যালয় আইন দিয়ে পড়াশোনা করে প্রেরণা। তবে পরিচালক অভিজিৎ জানিয়েছিল, তার পড়াশোনাতেই অধিক ভালোবাসা, অভিনয়ে তার কোন ইচ্ছা নেই।
এমনকি এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ জানিয়েছিলেন, তার মেয়ের সাথে দেখা করার ইচ্ছা রয়েছে কিন্তু কখনোই দেখা হয় না কারণ সে বাইরে থাকে। এছাড়া তিনিও আর নতুন করে তাদের জীবনে ঢুকতে চায় না। অবশ্য সঠিক সময়ের অপেক্ষাতে তিনি এখনও আছেন।