মাত্র ১৭ বছর বয়সে বিয়ে, আজও সেই নিয়ে আক্ষেপ স্বস্তিকার!

বাংলার সাহসী অভিনেত্রীদের মধ্যে অন্যতম ‘স্বস্তিকা মুখোপাধ্যায়’ (Swastika Mukherjee)।অভিনয় দক্ষতা নিয়ে আলোচনা করার প্রয়োজন পড়ে না নতুন করে। নিজের অভিনয় দিয়ে নজর করেছেন সকলের। ঠিক সেই কারণেই বাংলার অন্যতম অভিনেত্রীদের মধ্যে তিনি একজন। যার সাফল্যের কোনো সীমা নেই, যার জীবনে ভয়ের বিন্দু মাত্র নেই। সেই কারণেই অনেক পরিচালকের কাছে তিনিই প্রথম পছন্দের।
তবে অভিনয় জগতে সফল হলেও নিজের পারিবারিক জীবনে কোনোদিনই সুখ পাননি অভিনেত্রী। মাত্র ১৭ বছর বয়সে পারিবারিক চাপে বিয়ে করেছিলেন তিনি। যদিও তা নিয়ে অভিনেত্রীর কোনো আক্ষেপ নেই। তার কারণ শুধু মাত্র তাঁর মেয়ে ‘অন্বেষা’ (Anwesha Mukherjee)।
বিয়ের পরে কোনোদিনই বৈবাহিক সুখ পাননি অভিনেত্রী। কপালে শুধুই জুটেছে অত্যাচার! শুধু মানসিক নয়, শারীরিক অত্যাচারের দিকটাও ছিল ভীষন মারাত্মক। সম্প্রতি ফিভার এফএমের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। আর সেখানেই সঞ্চালক তাঁকে তাঁর বিবাহিত জীবন নিয়ে কিছু প্রশ্ন করেন।
View this post on Instagram
সেখানেই তিনি এই সমস্ত কথা বলেন। তিনি আরও বলেন, তাঁর ওপর অত্যাচার সত্বেও তিনি বাড়িতে প্রথমে কিছু জানাননি। কারণ তাঁর একমাত্র মেয়ে, তবে পরের দিকে অত্যাচারের মাত্রা বাড়তে থাকায় অবশেষে বিবাহ বিচ্ছেদের মামলা করতে বাধ্য হন অভিনেত্রী। সেই নিয়ে অবশ্য অনেক জলঘোলা হয়েছে। মানুষের কটূক্তি শুনতে হয়েছে অনেক। তবে সব সময় তাঁর মেয়ে পাশে থেকেছে। তাই তিনি সব কিছু ভুলে মেয়েকে আকড়ে বাঁচতে চান বাকি জীবনটা।
View this post on Instagram