×
বিনোদন

বয়স যেন তার থমকে গেছে! সাদা ট্রান্সপারেন্ট পোশাকে লাস্যময়ী মনামী ঘোষ, সুন্দরীর ছবি দেখে ঘুম উড়েছে ভক্তদের

Advertisements
Advertisements

বর্তমানে টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম ‘মনামী ঘোষ’ (Monami Ghosh)। ১৯৯৭ সালে বড়পর্দায় প্রথম পা রাখেন এক অভিনেত্রী, বর্তমানে তাঁর মতো জনপ্রিয় অভিনেত্রী বাংলা সিনেমা জগতে কিংবা ধারাবাহিক জগতে খুব কমই আছেন। যারা নিজের সৌন্দর্য দিয়ে আপামর পুরুষ সমাজকে জাগিয়ে রেখেছেন বারবার। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আর সিক্রেট বিউটির কথা বলতে গেলে সেটা গোপন রাখতেই বেশি পছন্দ করেন অভিনেত্রী।

Advertisements

 

View this post on Instagram

 

Shared post on

তবে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, “মাঝে মধ্যে কাজ থেকে একটু ছুটি পেলেই আমি ঘুরতে বেরিয়ে পরি, আর সেটাই আমাকে সুন্দরের খোঁজ দেয়”। অর্থাৎ এটা স্পষ্ট যে তিনি তাঁর সৌন্দর্যের এবং প্রানবন্ত থাকার রসদ খুঁজে নেন ভ্রমণ দিয়েই।

 

View this post on Instagram

 

Shared post on

বর্তমানে মনামী রয়েছেন স্টার জলসার জনপ্রিয় রিয়েলিটি শো ‘ড্যান্স ড্যান্স জুনিয়র’র (Dance Dance Junior) বিচারকের মঞ্চে, যেখানে মাঝে মধ্যেই তাঁর সুন্দর পোশাকে পুরুষদের বোল্ড করতে দেখা যায়। কিন্তু কাজের ফাঁকে তিনি সোশ্যাল মিডিয়া চালাতে ভুলে যান না কোনোদিনই। সেই সাথে রয়েছে তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল, যেখানে মাঝে মধ্যেই নাচের ভিডিও আপলোড করেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

Shared post on

তবে সম্প্রতি তাঁর একটি ছবি নেট মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে, যা দেখে আবারও মুগ্ধ হয়েছেন পুরুষরা। ছবিটিতে দেখা যাচ্ছে মনামী সাদা ট্রান্সপারেন্ট পোশাকে পোজ দিচ্ছেন। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, যা দেখে নিজেদের ঠিক রাখতে পারছেন না ছেলেরা। সেই সাথে নাকে ছোট্ট রিং উষ্ণতা আরও একটু বাড়িয়ে তুলেছে।

Advertisements