×
বিনোদন

দুধ সাদা শাড়িতে মোহময়ী লুকে মনামি ঘোষ, অভিনেত্রীর রূপে মুগ্ধ নেটজনতা

Advertisements
Advertisements

টলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ‘মনামী ঘোষ’ (Monami Ghosh)। ৯০ দশকের এই অভিনেত্রী ইতিমধ্যে অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। ১৯৯৭ সালে সর্বপ্রথম অভিনয় জীবনে পদার্পণ করেছিলেন। এরপর একের পর এক সিরিয়াল এবং সিনেমার মাধ্যমে জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছেছেন তিনি। কিছুদিন আগে তাকে জনপ্রিয় ডান্স রিয়েলিটি শোয়ের বিচারকের আসনেও দেখা গিয়েছিল। বয়স ৪০-এর কোঠায় পৌঁছালেও তার সৌন্দর্য কিন্তু এতটুকুও কমেনি!

Advertisements

 

View this post on Instagram

 

Shared post on

বর্তমানে নাচের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এক আলাদাই জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। অনেকেই ভেবেছিল তার উচ্চতা কম হওয়ার কারণে হয়তো বাংলা সিনেমা জগতে তিনি টিকে থাকতে পারবেন না। তবে বর্তমানে সেই সব আশঙ্কাকে ভুল প্রমাণিত করে দিয়েছেন অভিনেত্রী। তার স্টাইল স্টেটমেন্টে প্রতিনিয়তই মুগ্ধ হয় হাজার হাজার অনুরাগী। সম্প্রতি তাকে একদম ভিন্ন লুকে দেখা গেল সোশ্যাল মিডিয়ার পাতায়।

 

View this post on Instagram

 

Shared post on

মনামী নিজেকে সাজিয়ে তুলেছিল দিদার সাদা শাড়ি দিয়ে। এর সাথে পরেছিলেন সাদা রঙের ব্লাউজ, সাথে অক্সিডাইসের গয়না। কপালে লাল টিপ এবং খোলা চুল। স্বাভাবিকভাবেই এরকম লাস্যময়ী রূপে অভিনেত্রীকে দেখে সকলেই ফিদা হয়ে গিয়েছিল। নেটিজেনদের নানান প্রশংসা মূলক মন্তব্য এসে জমা হয়েছিল তার ওই পোস্টে।

 

View this post on Instagram

 

Shared post on

এভাবে সেজে দেবের অফিসের উপস্থিত হয়েছিলেন মনামী। সেখানে দেবের সাথে ছবিও তুলেছিলেন। তবে তার আসন্ন ছবি বলতে, সৃজিত মুখার্জির ‘পদাতিক’ ছবিতে মৃণাল সেনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে চলেছে মনামি। তবে তার এই পোস্টে একজন বলেছে, তাকে দেখে নিজেকে বাঙালি বলতে ভালো লাগে!

Advertisements