বয়স ৩৮ এ এসে নতুন করে প্রেমে পড়লেন মনামী, নিজেই জানালেন সেই সম্পর্কের কথা

টলিউডের এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘মনামি ঘোষ’ (Monami Ghoah)। প্রায় দুই দশক ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয় দক্ষতার ছাপ ফেলে যাচ্ছেন অভিনেত্রী। বড় পর্দা থেকে শুরু করে ছোট পর্দা, ওটিটি প্লাটফর্ম এমনকি রিয়েলিটি শোতেও দেখা মিলেছে তার।
View this post on Instagram
সোনার হরিণ, বিন্নি ধানের খই, পুন্নি পুকুর, এক আকাশের নিচে, আমলকি, ইরাবতীর চুপ কথা এরকম একাধিক টেলি ধারাবাহিকে দেখা মিলেছে তার। বড় পর্দায় ওগো বধূ সুন্দরী, বেলাশেষে, ভূতের ভবিষ্যৎ, বেলাশুরু বিভিন্ন সিনেমায় কাজ করেছে তিনি। বর্তমানে জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো, ‘ডান্স ডান্স জুনিয়র’- এর মঞ্চে বিচারকের আসনে রয়েছেন তিনি।
এইসবের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতাতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। প্রায়শই নিত্য নতুন বোল্ড লুকে ধরা দেন অনুরাগীদের কাছে। সম্প্রতি বিমানবন্দরে দাঁড়িয়ে বেশ কয়েকটি স্টাইলিশ লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন অভিনেত্রী, যাতে অভিনেত্রীকে দেখা গেছে বয়স ৪০-এ এসেও একদম রূপের ছটা যেন ঠিকরে বেরোচ্ছে! এর সাথে অভিনেত্রী ক্যাপশন জুড়েছেন, “তিনি কারোর প্রেমে পড়তে চলেছেন”।
View this post on Instagram
তবে সেটি কোন ব্যক্তির নয়, তিনি আসলে ডিসেম্বরে বিমানবন্দরের প্রেমে পড়েছেন। এই মাস শুরু হতেই সবাই প্রেমের খোঁজ করে আর ঠিক সেই সময় ভ্রমণপ্রেমী মনামি, বিমানবন্দনের প্রেমে পড়েছেন! স্বাভাবিকভাবেই অভিনেত্রীর এইরকম ক্যাপশন নেটিজেনদের সকলের নজর কেড়েছে।