×
বিনোদন

Monami Ghosh: শরীরচর্চা ভুলে বিশেষ খাবারের লোভে ছুটলেন মনামী!

Advertisements
Advertisements

টলিউডের চির রঙিন অভিনেত্রী ‘মনামি ঘোষ’ (Monami Ghosh)। বয়স তার চল্লিশ পেরোলেও এখনো একই রকম ভাবে স্লিম-ট্রিম। তার এনার্জি যেন টেক্কা দেবে যে কোন যুবতীকে। অভিনয়ের পাশাপাশি নাচ, কোরিওগ্রাফি, এমন কি ট্রাভেল ভ্লগের কাজেও যুক্ত রয়েছেন তিনি। পাশাপাশি নিজেকে শরীরচর্চার সাথেও যুক্ত রাখেন ।

Advertisements

যদিও তাকে এখন খুব একটা অভিনয়ের পর্দায় দেখা যায় না। গত বছর ‘সৌমিত্র চট্টোপাধ্যায়’ এবং ‘স্বাতীলেখা সেনগুপ্ত’র সাথে বেলাশুরুর সিনেমাতে তাকে দেখা গিয়েছিল। এর পাশাপাশি কিছুদিনের মধ্যে মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’-এ তার স্ত্রী গীতা সেনের ভূমিকায় দেখা যাবে তাকে। এই লুক প্রকাশ্যে আসতেই সকলেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে।

 

View this post on Instagram

 

Shared post on

সম্প্রতি অভিনেত্রীর একটা ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। যেখানে তাকে দেখা গেছে, কার্ডিও করতে করতে করতে সেলফি তুলছেন। সোশ্যাল মিডিয়ায় ভিউজ দেখছেন। এর পাশাপাশি গানের সাথেও তাকে নাচতে দেখা গেছে। কখনো তার মা তাকে জিজ্ঞেস করে ওয়ার্ক আউট হয়েছে কিনা, তখন তিনি বিরক্ত হয়ে আবার শরীরচর্চায় মন দেন। এরপরে তার মা তাকে আবারো জিজ্ঞেস করে ওয়ার্ক আউট হয়েছে কিনা কারণ বিরিয়ানি রেডি!

 

View this post on Instagram

 

Shared post on

এই কথা শুনে সবকিছু ভুলে ছেড়েছুড়ে ছুটে আসেন অভিনেত্রী, মায়ের হাতের বিরিয়ানি খেতে! এমন মজাদার একটি ভিডিও কার্যত ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার পাতায়। যদিও এই সব কিছুকে তিনি দূরে সরিয়ে রাখেন। প্রতিদিন মানেন কঠোর ডায়েট সাথে খান ডিম।

Advertisements