দাদুর সাথে খুনসুটিতে ব্যস্ত কোয়েল পুত্র কবীর, জমিয়ে বড়দিন উৎযাপন করলো মল্লিক পরিবার

হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘কোয়েল মল্লিক’ (koyel Mallik), বাবা ‘রঞ্জিত মল্লিক’ (Ranjit Mallik) এভারগ্রীন নায়ক হওয়া সত্ত্বেও, নিজে গুনে টলিউডে জায়গা করে নিয়েছেন তিনি। কমার্শিয়াল ছবি দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করলেও, বর্তমানে বেশ ভিন্ন স্বাদের ছবির মাধ্যমে দর্শক মনে জায়গা করে নিয়েছেন রঞ্জিত-কন্যা। অভিনয়ের পাশাপাশি নিজের পরিবারকে নিয়ে হামেশাই ব্যস্ত হয়ে পড়েন তিনি। বিভিন্ন অনুষ্ঠানে মেতে ওঠেন পরিবারের লোকেদের সাথে।
২০০৩ সালে ‘নাটের গুরু’ সিনেমার মাধ্যমে সর্বপ্রথম অভিনয় জীবনে পদার্পণ করেছিলেন কোয়েল মল্লিক। টলিউডের বড় বড় অভিনেতা দেব, জিৎ, সোহম সকলের সাথেই অনস্ক্রিম জুটি বেঁধেছিলেন তিনি। তার সাবলীল অভিনয় স্বাভাবিকভাবেই আকর্ষিত করে দর্শকদের।
বর্তমানে বড়দিন উপলক্ষে পরিবারের সাথে আবারো আনন্দ মুখরিত হয়ে উঠলেন অভিনেত্রী। বড়দিনের সারাদিন কাটালেন নিজের পরিবারের সাথে আর সেই ছবি ভাগ করে দিলেন ইনস্টাগ্রামে নিজের অনুরাগীদের সাথে। তার আপলোড করা ভিডিওতে দেখা গেছে; তার স্বামী নিসপাল সিং, ছেলে কবীর সিং এবং বাবা রঞ্জিত মল্লিককে। সেখানে কখনো স্বামীর সাথে ছবি তুলেছেন তিনি, আবার কখনো বা রঞ্জিত মল্লিককে দেখা গেছে সান্টার টুপি পড়ে বসে থাকতে, আবার কোথাও বা কবীর কেক কাটছে।
View this post on Instagram
এই ভিডিওটি ইনস্টাগ্রামে তুলে ধরে অভিনেত্রী ক্যাপশন দিয়েছিলেন, “বড়দিনের আনন্দ যখন ছড়িয়ে পড়েছে চারিদিকে, তখন সবাইকে হাসি-উষ্ণতার ছোঁয়া দিলাম”। স্বাভাবিকভাবেই অনুরাগীদের শুভেচ্ছায় ভরে উঠেছে ভিডিওর কমেন্ট বক্স। কেউ মন্তব্য করেছে, “এরকমই হাসিখুশি থাকুন”, আবার কেউবা লিখেছে, “খুব ভালো লাগছে, এরকম আনন্দের পরিবেশ”। আবার অনেকেই ছোট্ট কবীরের প্রশংসা করেছে।