×
বিনোদন

অর্জুনকে ভুলে গেলেন মালাইকা, প্রাক্তন আরবাজের সঙ্গে যা করলেন! হতবাক নেটপাড়া

Advertisements
Advertisements

বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ ‘মালাইকা আরোরা’ (Malaika Arora)। বেশ কিছুদিন অভিনয় জগত থেকে বিচ্ছিন্ন ছিলেন তিনি। তবে আবারো এক জনপ্রিয় রিয়েলিটি শো-এর মাধ্যমে বলিউডে তার আগমন ঘটেছে। তার সাথে অর্জুন কাপুরের (Arjun kapoor) সম্পর্কের ব্যাপারে বেশ খোলামেলা মন্তব্য চলে সোশ্যাল মিডিয়ায়। তবে সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য এলো সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা গেছে এয়ারপোর্টের মধ্যেই প্রাক্তন স্বামী আরবাজ খানকে (Arbaaz khan) হঠাৎ করেই জড়িয়ে ধরলেন মালাইকা। দুজনে আলাদা সম্পর্কের জড়িয়ে গেলেও, এরূপ ঘটনা বেশ অবাক করেছে সাইবারবাসীদের।

Advertisements

আরবাজের সঙ্গে এক বিদেশী মেয়ে জর্জিয়ার বর্তমানে সম্পর্ক রয়েছে। ফলে মালাইকা এবং আর আরবাজ দুজনেই দুজনের মতন করেই জীবন গুছিয়ে নিয়েছে। যদিও তাদের একটি ছেলে রয়েছে, তাই ছেলের সূত্র ধরেই তাদের মাঝে মধ্যেই দেখা সাক্ষাৎ হয় আর এমনটাই ঘটেছে কিছুদিন আগে।

আরবাজ ও মালাইকার একমাত্র ছেলে ‘আরহান’ বর্তমানে বিদেশে পড়াশোনা করে। ক্রিসমাস উপলক্ষে তিনি এসেছিলেন ভারতে। এরপরই মা মালাইকার নতুন শো ‘মুভিং ইন উইথ মালাইকা’তে তার দেখা মিলেছিল। তবে এবার ছেলের ফিরে যাওয়ার পালা! ছেলে চলে যাবে বলে এয়ারপোর্টে উপস্থিত হয়েছিলেন মা-বাবা দুজনেই আর সেখানেই আরহান, মা ও বাবা দুজনকে জড়িয়ে ধরেছিল।

 

View this post on Instagram

 

Shared post on

এরপর মালাইকা এবং আরবাজ দুজন কেউ দেখা যায় দুজনকে জড়িয়ে ধরতে। তারপর যে যার মতন করে আলাদা আলাদা গাড়িতে উঠে পড়ে। দুজনের মুখেই ছিল কষ্টের ছাপ! মালাইকার পরনে ছিল কালো-সাদা চেক ফুল স্লিভ কো সেট আর সাথে আরবাজ পরেছিলেন জ্যাকেট ও ট্রাউজার। Viralbhayani নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে এই ভিডিওটি তুলে ধরা হয়েছিল।

Advertisements