Madumita Sarcar: বন্ধ ঘরে বিছানায় শরীর এলিয়ে একি করলেন মধুমিতা সরকার!

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী ‘মধুমিতা সরকার’ (Madhumita Sarcar)। ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জীবনে পদার্পণ করেছিলেন তিনি। এরপরে বড় পর্দায় বহু সিনেমার মাধ্যমে নিজের অভিনয় দক্ষতাকে প্রতিষ্ঠিত করেছেন। এখনো দর্শকদের কাছে ‘পাখি’ নামেই অধিক জনপ্রিয় হয়ে আছেন তিনি।
অভিনয় ছাড়াও তার ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই চর্চিত হন অভিনেত্রী। নানান সময় নানান কটাক্ষ তাকে শুনতে হয় তাকে। কখনো পাহাড়ে ভ্রমণ করার জন্য কটাক্ষ, কখনো বা মন্ত্রীর সাথে এক গাড়িতে ভ্রমণ করার জন্য কটাক্ষ; এইসব নিয়েই অভিনেত্রী ভাইরাল হন।
যদিও এসবে কিছুই যায় আসে না তার।এইসবের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতাতেও ভীষণভাবে সক্রিয় অভিনেত্রী। সম্প্রতি তার আপলোড করা বেশ কয়েকটি ছবির মাধ্যমে আবারো জনপ্রিয় হলেন তিনি। যেখানেই তাকে দেখা গেছে, একটি অফ হোয়াইট বিকিনি টপ পরে সাদা বিছানায় শুয়ে রীতিমতো গড়াগড়ি দিতে। তার চোখে মুখে এক লাজুক ভাব ধরা দিয়েছে, যেটি দেখে হাজারো ভক্ত রীতিমতো পাগল হয়ে উঠেছে।
View this post on Instagram
The Graves Golf is a global golf instruction rhealin könyvei with the Single Plane Swing a Graves Golf 3 or 5 Day Premier School with Tim or Todd Graves and the.
তার মুখে যে হাস্যময় আভা ছিলো, তা দেখে সকলেই বেশ আনন্দিত তিনি। প্রায় ১৬ হাজারেরও বেশি মানুষ তার ওই ভিডিওটি পছন্দ করেছে। অভিনেত্রী অবশ্য তার এই ভিডিওর সাথে ক্যাপশন জুড়েছিলেন, ‘গ্ল্যাম ডল’।