বোল্ড লুকে থাইয়ের ট্যাটু দেখিয়ে ভাইরাল মধুমিতা, প্রশংশার ঝড় নেটদুনিয়ায়

টলিউডের (tollywood) প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে ‘মধুমিতা সরকার’ (Mafhumita sarkar) অন্যতম। ২০১১ সালে ‘সবিনয় নিবেদন’ সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন মধুমিতা; এরপর স্টার জলসায় (star jalsha) ‘বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালের দ্বারা অধিক জনপ্রিয়তা পেয়েছিল সকলের প্রিয় ‘পাখি’ ওরফে মধুমিতা। এরপর ‘লাভ আজ কাল পরশু’ সিনেমার দ্বারা বড়ো পর্দায় পদার্পণ করেছিল সে। এসবের পাশাপশি সোশ্যাল মিডিয়ার পাতাতেও বেশ অ্যাক্টিভ মধুমিতা।
View this post on Instagram
প্রায়শই নিজের নজরকাড়া লুকে দর্শকদের মন মাতায় সে। নিজের ব্যক্তিগত জীবনের টুকিটাকি কাহিনী প্রায়শই সে তার ফ্যান-ফলোয়ার্সদের কাছে তুলে ধরে। এবার তাকে বেশ কয়েকটি হট লুকের ছবিতে দেখা গেলো নেটদুনিয়ায়। মধুমিতা তার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে, বিভিন্ন পোজের তোলা তার ওই ফোটোগুলি।
View this post on Instagram
ফটোগুলিতে মধুমিতাকে একটি কালো থাই স্লিট সিকোয়েন্সের ওয়েস্টার্ন ড্রেসে দেখা গেছে। তার থাইয়ে থাকা ট্যাটুটি নেটিজেনদের নজর কাড়ছিলো বারংবার। এছাড়া কাজল-কালো চোখে তার চাউনি পুরুষ ভক্তদের মনে ঝড় তুলেছে। নানান মন্তব্যে ভরে উঠেছে পোস্টটির কমেন্টবক্স।