×
বিনোদন

ভক্তদের এক বিরাট সুখবর দিলেন মধুমিতা!

Advertisements
Advertisements

বাংলা ইন্ডাস্ট্রির এক সুপরিচিত মুখ ‘মধুমিতা সরকার’ (Madhumita Sarcar)।ছোটখাটো ধারাবাহিকের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু। এরপর আস্তে আস্তে বড় পর্দা ওটিটি প্ল্যাটফর্ম সবকিছুতেই পদার্পণ করেন তিনি। করোনাকালীন পরিস্থিতিতে মুক্তি পেয়েছিল মধুমিতা অভিনীত ‘চিনি’।

Advertisements

তবে ‘চিনি’ ছবি বক্স অফিসে সাফল্য লাভ করলেও, আদেও এই ছবি কতটা ভালো তা নিয়ে সংশয় আছে দর্শকদের। তবে এরই মধ্যে ওই ছবির পরিচালক মৈনাক ভৌমিক জানায়, খুব শীঘ্রই তিনি ‘চিনি টু’ আনতে চলেছেন। এসভিএফের প্রযোজনায় তৈরি হবে এই সিনেমা।যা তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। চিনি ছবিতে মা ও মেয়ের এক অপূর্ব কাহিনী নিয়ে তৈরি হয়েছিল সিনেমার পটভূমি। তবে চিনি টুতে তবে কি হবে, তা এখনও স্পষ্ট নয়। যদিও আবেগপ্রবণ একটি কাহিনী বানানো হবে বলে জানা গিয়েছে।

 

View this post on Instagram

 

Shared post on

Insurance coverage provided by UnitedHealthcare Insurance dítě hvězdy or its affiliates Payer Initiated Reductions. PR. Patient Responsibility. Reason. Code.

গত ১৪ই মার্চ ব্যাপক ভাইরাল হয়েছে চিনি টু-এর মোশন পোস্টার। ফিল্মের শুভ মহরত হয়েছিল ওই দিনে। উপস্থিত ছিলেন অপরাজিতা, মধুমিতা, অনির্বাণ সহ আরো অন্যান্যরা কুশলীরা।

 

View this post on Instagram

 

Shared post on

Insurance coverage provided by UnitedHealthcare Insurance dítě hvězdy or its affiliates Payer Initiated Reductions. PR. Patient Responsibility. Reason. Code.

জানা গেছে ১৬ই মার্চ থেকে কলকাতায় শুরু হবে এই ছবির শুটিং। এই ছবিতে সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছে প্রসেনে দলবল এবং সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন ‘মধুরা পালিত’।

Advertisements