×
বিনোদন

শ্বেতার ছোট পোশাক পরা নিয়ে চরম আপত্তি প্রেমিক রুবেলের! নিজেই জানালেন এই সিক্রেট

Advertisements
Advertisements

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘যমুনা ঢাকি’র মাধ্যমে ইতিমধ্যেই অনস্ক্রিন জুটিতে দর্শকদের নজর কেড়েছে ‘শ্বেতা ভট্টাচার্য’ (sweta Bhatyacharya) ও ‘রুবেল দাস’ (Rubel Das)। অন্যান্য নায়িকাদের থেকে শ্বেতা একদমই ভিন্ন, কখনোই ছোট পোশাক এমনকি স্লিভলেস জামাকাপড়ও পরতে রাজি নন তিনি। দর্শক মহলে তাকে নিয়ে নানান মতামত শোনা গেলেও, এইরকম চিন্তাধারার জন্যই নানান কাজ থেকে তাকে বঞ্চিত করা হয়েছিল। তবে বর্তমানে টেলি ধারাবাহিককে টেক্কা দিয়ে পাড়ি দিয়েছেন বড় পর্দায়। দেবের (Dev) প্রযোজনায় ‘প্রজাপতি’ সিনেমায় দেখা যাবে শ্বেতাকে।

Advertisements

বড় পর্দায় কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘প্রজাপতি’ আর এই ছবিতে সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করবে শ্বেতা ভট্টাচার্য। এ ছাড়া সহ অভিনেতা হিসেবে রয়েছে এই মমতা শঙ্কর, মিঠুন চক্রবর্তী। গত শুক্রবার কলকাতার প্রিয়া সিনেমা হলে এই ছবির প্রিমিয়ার ছিলো। সেখানে শ্বেতার প্রেমিক রুবেল উপস্থিত ছিল তার মা ও দাদাকে নিয়ে। প্রেমিকার ছবির প্রিমিয়ামে ভালই চিন্তামগ্ন ছিলেন প্রেমিক রুবেল।

তবে শ্বেতার উপস্থাপনা নিয়ে বরাবরই উচ্ছ্বাসিত থাকে রুবেল, এবারও সেরকমটাই ছিলেন। একই সাথে ছবির পরিচালক, প্রযোজক এবং অন্যান্য অভিনেতাদেরও প্রশংসা করেছেন তিনি। বর্তমানে তাদের প্রেমের সম্পর্কের ব্যাপারে সকলেই অকপট। টলিপাড়ার প্রত্যেকেই জানে চুটিয়ে প্রেম করছেন, তাদের অনস্ক্রিন যমুনা ঢাকির নায়ক-নায়িকা।

 

View this post on Instagram

 

Shared post on

এবার প্রেমিকার পোশাক নিয়ে মুখ খুললেন অভিনেতা রুবেল। এই যে পোশাক পড়া নিয়ে শ্বেতা একাধিক বিধি নিষেধ জারি করে রেখেছে, সেই সম্পর্কেই অভিনেতা বেশ কিছু কথা জানালেন। তিনি জানিয়েছেন, “এটি সম্পূর্ণ শ্বেতার নিজের ব্যাপার। প্রত্যেকেই আলাদা আলাদা কিছু পোশাকে অভ্যস্ত থাকে আর তার জন্য যদি তার দু একটা কাজ চলে যায়, তাতে বিশেষ কিছু যায় আসবে না। এছাড়া শ্বেতা নাচের জগতের লোক, সেখানে অনেকেই ছোট পোশাকে বেশ অভ্যস্ত”। প্রেমিকার এই সিদ্ধান্তকে সে সম্মতি জানিয়েছে।

Advertisements