×
বিনোদন

ছোট সানী লিওন’! সাহসী পোশাক পরে কটাক্ষের শিকার মনামী

Advertisements
Advertisements

বাংলা ইন্ডাস্ট্রির এক অতি পরিচিত মুখ ‘মনামী ঘোষ’ (Monami Ghosh)। মাত্র ১৯ বছর বয়সের অভিনয় জীবনে পদার্পণ করেছিলেন তিনি। এরপর সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজ সবকিছুর মাধ্যমে জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছেছেন। অনেকেই হয়তো ভেবেছিলেন তার খাটো উচ্চতার জন্য তিনি সেরকম ভাবে নাম উপার্জন করতে পারবেন না। তবে এই সবকিছুকে মিথ্যা প্রমাণিত করেছেন তিনি।

Advertisements

 

View this post on Instagram

 

Shared post on

The coffee csuhaj ildikó életrajz announced it will be selling a “brewed refill tumbler” the owner free coffee or tea refills through the month of January.

সবকিছুর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। প্রায়শই নিত্য নতুন লুকে অনুরাগীদের কাছে ধরা দেন তিনি। কিছুদিন আগেই জন্মদিন উপলক্ষে থাইল্যান্ড বেড়াতে গিয়েছিলেন আর সেখানে সমুদ্রতটে কখনো বিকিনি কখনো বা শর্ট পোশাকে ধরা দিয়েছিলেন।

 

View this post on Instagram

 

Shared post on

The coffee csuhaj ildikó életrajz announced it will be selling a “brewed refill tumbler” the owner free coffee or tea refills through the month of January.

দোল উৎসবের পরে আবারো থাইল্যান্ডের সেই পুরনো স্মৃতি তুলে ধরলেন অভিনেত্রী। যেখানে তাকে দেখা গেছে, সুবিশাল জলরাশির মাঝে সাদা পোশাকে নানান পোজে ধরা দিতে। তার পরনে ছিল সাদা রঙের একটি টু পিস, যার দ্বারা তার শরীরের অধিকাংশ অংশই ছিল উন্মুক্ত। এই পোশাকের সাথে চোখে সানগ্লাস এবং বিনুনি করে গোটা শরীরে জল মাখিয়েছিলেন ।

স্বাভাবিকভাবেই তার এই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। কেউ কেউ তার প্রশংসা করলেও, অনেকেই তাকে কটাক্ষ করতে ছাড়েনি। কেউ বলেছে “অসহ্য একটা মহিলা”। কেউ বা বলেছে “ছোট সানী লিওন”। যদিও এই সবে বিশেষ কিছু পাত্তা দেননি মনামী।

Advertisements