×
বিনোদন

Srabanti Chatterjee: চলো মজা করা যাক: শ্রাবন্তী চ্যাটার্জী

Advertisements
Advertisements

টলিপাড়ার একজনপ্রিয় অভিনেত্রী ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (Shrabanti Chattopadhyay)। বহু বাণিজ্যিক সিনেমার মাধ্যমে দর্শক মহলের আলাদাই জায়গা করে নিয়েছেন তিনি। যদিও তার কেরিয়ার ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়েই অধিক চর্চা হয় দর্শকমহলে। বারংবার তার চরিত্র নিয়ে কাটাছেঁড়া হয়ে থাকে সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আবারও বেশ কয়েকটি ছবির মাধ্যমে ট্রোলের শিকার হলেন অভিনেত্রী।

Advertisements

গত ২০ শে জানুয়ারি মুক্তি পেয়েছে তার সদ্য অভিনীত ছবি ‘কাবেরীর অন্তর্ধান’। কৌশিক বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন তিনি। তার বিপরীতে অভিনয় করেছেন ‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায়’। ২৫ বছর আগে ‘মায়ের বাঁধন’ সিনেমাতে বাবা-মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তারা দুজনে। এরপর আবারও একসাথে তাদের বড় পর্দায় দেখা মিলল এই সিনেমার দ্বারা।

এইদিন সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ছবিগুলিতে শ্রাবন্তীকে দেখা গেছে একটি কালো টাইট গেঞ্জি এবং কালো রঙের থ্রি কোয়াটার টাইট স্ল্যাক্স প্যান্ট পরতে। তার ছবি দেখেই বোঝা গেছে জিমে রয়েছিলেন তিনি আর সেখান থেকেই বিভিন্ন পোজে নিজেকে তুলে ধরেছিলেন অনুরাগীদের উদ্দেশ্যে। কোন ছবিতে তাকে দেখা গেছে, দুই হাতে ভর দিয়ে আলাদা রকম পোজে, আবার কখনো বা বজ্রাসনে বসে থাকতে। আবার কখনো হাসি মুখেই রীতিমতো ব্লাশ করতে।

 

View this post on Instagram

 

Shared post on

এই ছবিগুলি সাথে অভিনেত্রী ক্যাপশন জুড়েছিলেন, “মজা শুরু করা যাক”। স্বাভাবিকভাবেই এই পোস্টটি ঘিরে নানান রকম বিতর্ক শুরু হয়েছে অনুরাগী মহলে। কেউ বলেছে, “আপনি মজা বলতে কি বলতে চেয়েছেন”! অন্য একজন মজার সাথে জিজ্ঞাসা করেছে, “আবার বিয়ে করবেন বলেই কি ফিট হচ্ছেন”? কেউ একজন লিখেছে, “আমিও তোমার এই মজায় যোগদান করতে চাই”। যদিও অনেকেই তার এই ছবিগুলির প্রশংসাও করেছে।

Advertisements