‘লেটস গেট ম্যারেড’, সাক্ষীকে ভুলে নতুন করে বিয়ের পিড়িতে ধোনি!

ভারতীয় ক্রিকেট মহলের অধিনায়কদের মধ্যে অন্যতম চর্চিত এবং সফল অধিনায়ক হিসেবে ‘মহেন্দ্র সিং ধোনি’র (Mahendra Singh Dhoni)নাম উঠে আসে। আর তাঁর এই কৃতিত্বের জন্য অনেটাই দায়ী তাঁর ঠান্ডা মস্তিষ্ক। আর ঠিক সেই কারণেই ক্যাপ্টেন কুল তকমা পেয়েছেন তিনি। ‘সৌরভ গাঙ্গুলি’র (Sourav Ganguly) পরে যদি কেউ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখেন তাহলে তিনি হলেন ক্যাপ্টেন কুল।
শুধু ক্রিকেটের ময়দানে নয়, তার পাশাপাশি তিনি নিজের ব্যক্তিগত জীবনেও সর্বদায় ঠান্ডা। তবে সম্প্রতি তাঁর একটি পোস্ট ঘিরে উত্তাল নেট মাধ্যম। তিনি তাঁর সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, “লেটস গেট ম্যারেড” (Let’s Get Married)। যা স্বাভাবিক ভাবেই সকলের মনে বিষ্ময় সৃষ্টি করেছে। যদিও ধোনি যে আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন এটা ভাবার কোনো কারণ নেই।
সূত্রের খবর, তাঁর স্ত্রী অর্থাৎ ‘সাক্ষী’র (Sakshi Dhoni) অনেকদিনের ইচ্ছে একটি প্রযোজনা সংস্থা তৈরির। আর ঠিক সেই সংস্থারই প্রথম সিনেমার নাম গত ২৬শে জানুয়ারি অধিনায়ক তাঁর নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন আর তা ঘিরেই সরগরম নেট দুনিয়া।
গত বছর এই দম্পতি তাঁদের যৌথ প্রচেষ্টায় খুলেছিলেন ধোনি এন্টারটেনমেন্ট নামের প্রযোজনা সংস্থা। আর সেই সংস্থারই প্রথম সিনেমা এটি। তামিল ভাষায় এই সিনেমাটি তৈরি হয়েছে, তবে আরও বেশ কিছু ভাষায় প্রকাশিত হবে বলেও জানতে পাড়া গিয়েছে। লেটস গেট ম্যারেড সিনেমায় দেখা যাবে হরিশ কল্যাণ, যোগী বাবুকে।
We’re super excited to share, Dhoni Entertainment’s first production titled #LGM – #LetsGetMarried!
Title look motion poster out now! @msdhoni @SaakshiSRawat @iamharishkalyan @i__ivana_ @HasijaVikas @Ramesharchi @o_viswajith @PradeepERagav pic.twitter.com/uG43T0dIfl
— Dhoni Entertainment Pvt Ltd (@DhoniLtd) January 27, 2023