গত দুই বছর ধরে মালদ্বীপ হয়ে উঠেছে সেলিব্রিটিদের দ্বিতীয় ঘর। সঙ্গে বর থাকলেই এই ঘর পাক্কা। সত্যি মালদ্বীপ একঘর। করোনা চলছে, সেই সময়েও বহু সেলিব্রিটি মালদ্বীপে গিয়ে ফটোশ্যুট করছেন।এখন পরিস্থিতি অনেক স্বাভাবিক। তাই এখন এই বিলাসবহুল প্রাকৃতিক ঘরে কটা দিন থাকাই যায়। সেরকমই মালদ্বীপ ট্যুরে গিয়েছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি ভিডিও পোস্ট করে চলেছেন তিনি। বনি সেনগুপ্ত নিজেও পিছিয়ে নেই। তিনিও নানান মুডের ছবি পোস্ট করছেন। তবে এই তন্বী রমণীর ছবি ও ভিডিও দেখলে আপনি নির্ঘাত মালদ্বীপের প্রেমে পড়বেন। সেই যে ভাবে হোক লাখ খানিক টাকা যোগাড় করে নেমে যেতে হবে মাঠে।
অভিনেত্রী কৌশানীর এখন সুখের সময়। সদ্য জন্মদিন সেলিব্রেট করলেন, তারপরেই জানিয়ে দিলেন তিনি ও বনি মিলে প্রোডাকশন হাউস লঞ্চ করছেন, এবারে তো সোজা মালদ্বীপ। একের পর এক উষ্ণ ছবিতে মত্ত অভিনেত্রী। তার রূপের আগুনে ঘায়েল শুধু বনি নন, যারা দেখছেন তারাও।
View this post on Instagram