বয়স সংখ্যা মাত্র! ৪০ এর কোটায় দাড়িয়েও কমছেই না গ্ল্যামার, নতুন পোস্টে ভাইরাল অভিনেত্রী কোয়েল

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘কোয়েল মল্লিক’ (koyel Mallik) । বয়স ৪০-এর ঘরে এলেও, যেনো কুড়ি বছরের যুবতীকেও হার মানাবে কোয়েলের সৌন্দর্য। বাবা রঞ্জিত মল্লিকের সিনেমা জগতে খ্যাতি থাকলেও, অভিনেত্রী কোয়েল মল্লিক নিজ দক্ষতায় ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছে। ‘নাটের গুরু’ সিনেমার মাধ্যমে সর্বপ্রথম অভিনয় জীবন শুরু করেন তিনি।
View this post on Instagram
এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন সিনেমার মাধ্যমে দর্শকমনে জায়গা দখল করে নিয়েছেন। তার অভিনয় দক্ষতা থেকে শুরু করে স্টাইল স্টেটমেন্ট, সবকিছুতেই নজর কারেন তিনি। কিছুদিন আগেই মা হয়েছেন অভিনেত্রী, অভিনয়ের পাশাপাশি ঘর-সংসারও তার দক্ষতা সমান ভাবে রয়েছে।
View this post on Instagram
২০২১-এ ‘বনি’ নামক ছবিতে শেষবারের মতো দেখা মিলেছিল অভিনেত্রীর। বর্তমানে বেশ কিছু ভিন্ন স্বাদের সিনেমায় তাকে দেখা যায় তাকে। তবে এরপরে কবে যে আবার পর্দায় ফিরবেন তিনি, সে সম্পর্কে কেউ জানে না। তবে তাকে পর্দাই না দেখা গেলেও সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ অ্যাক্টিভ তিনি। প্রায়শই নিত্যনতুন হট লুকে সাইবারবাসীদের কাছে ধরা দেন অভিনেত্রী।
View this post on Instagram
কিছুদিন আগেই কোয়েলকে দেখা গেছে, স্টার জলসার জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র-সিজন-১৩’-র মঞ্চে। কিছুদিনের মধ্যেই এই রিয়েলিটি শোয়ের গ্র্যান্ড ফিনালে হবে আর তারই প্রস্তুতি চলছে। ফাইনালের দিন বিচারকের আসনে দেখা মিলবে কোয়েলের আর সেই শুটিংয়েরই এক ভিডিও ইনস্টাগ্রামে তুলে ধরেছেন অভিনেত্রী। সেখানেই তার পরনে ছিল একটি সিকুয়েন্সের গাউন। তবে ঘন ঘন তার পোশাক পরিবর্তন হতে দেখা গেছে। এছাড়া খনো ভিডিওতে বিভিন্ন ফটোশুট করতে দেখা গেছে তাকে, আবার কখনো বা দেবের সাথে নাচ করতেও দেখা গেছে।