কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে অভিনেতা সিদ্ধার্থ শুক্লার। অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকাহত তার বিশেষ বান্ধবী শেহেনাজ গিল। কিন্তু জানেন কি এই অভিনেত্রীদের সঙ্গেও প্রেমের সম্পর্ক ছিল সিদ্ধার্থের।
View this post on Instagram
বিগবস ১৩ সিজনের দুই প্রতিযোগী রশ্মি দেশাই ও সিদ্ধার্থ শুক্লার মধ্যে প্রেমের গুঞ্জন কথা শোনা যায়। যদিও তাদের প্রেমের সূত্রপাত হয় “দিল সে দিল তাক”ধারাবাহিকের মধ্যে দিয়ে। তবে দুই তারকার কেউ এই কথা স্বীকার করেননি। এই মিষ্টি জুটিকে ভালোবেসেছিলেন বহু অনুরাগীরা।
View this post on Instagram
অভিনেত্রী আর্তি সিংয়ের সঙ্গে সিদ্ধার্থের প্রেম কাহিনী অনেক দিয়ে এগিয়েছিল বলে জানা যায়। এমনকি তাদের বাগদান হয়ে যাওয়ার কথাও উঠেছিল। আর্তি কে বিয়ে করার জন্যও প্রস্তুত ছিলেন সিদ্ধার্থ। কিন্তু কোনো অজ্ঞাত কারণে তাদের সম্পর্কে ছেদ পড়ে। যদিও এই ঘটনা স্রেফ গুজব বলে উড়িয়ে দেন সিদ্ধার্থ।
View this post on Instagram
সিদ্ধার্থ ও শেহেনাজের জুটির প্রতি একটা আলাদাই আবেগ আর ভালোবাসা ছিলো অনুরাগীদের মনে। তাই প্রিয় অভিনেতার ব্যাপারে এত রটনা মানতে নারাজ সিডনাজের ফ্যান মহল।
View this post on Instagram
বি টাউনের নামকরা অভিনেত্রী কাজলের বোন তানিশা মুখার্জির সঙ্গেও একটা দুষ্টুমিস্টি সম্পর্ক তৈরি হয়েছিল বলে শোনা যায় সিদ্ধার্থের। “খাতরো কে খিলাড়ি”শো তে দুজনের পরিচয় শুরু হয় এবং সেখান থেকেই তাদের প্রেম তৈরি হয় বলে জানা যায়।
View this post on Instagram
বঙ্গকন্যা দেবলীনা ভট্টাচার্যের সঙ্গেও সিদ্ধার্থ ডেটিং করেছিলেন বলে গুজব ওঠে। বিগবস ১৩ সিজনের ঘরেই তারা কাছাকাছি এসেছিলেন বলে খবর।
View this post on Instagram
প্রায় বছর দশেক আগের কথা,অভিনেত্রী শেফালী জারিওয়ালার সঙ্গেও সিদ্ধার্থের ঘনিষ্ঠতার আভাস পাওয়া যায়। বিগবস ১৩ সিজনের প্রতিযোগী ছিলেন শেফালী। এমনকি এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শেফালী স্বীকার করেছিলেন সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তার প্রেমের কথা।