মনে পরে ‘বন্ধন’ এর সেই ছোট্ট ‘শিশু-শিল্পীকে’? বর্তমানে হয়ে উঠেছে ‘হ্যান্ডসাম-হাঙ্ক’

‘বন্ধন’ সিনেমায় অভিনয় করা, সেই ছোট্ট শিশু-শিল্পী মন কেড়েছিল সব দর্শকদের! মনে আছে নিশ্চয়ই সেই ছোট্ট আনশুকে সবার? একের পর এক হিট সিনেমায় তার উপস্থিতি জানান দিয়েছিল সবাইকে। ২০০৩ সালে ‘নাটের গুরু’ সিনেমা দিয়ে তার পথচলা শুরু; এরপর থেকে একের পর এক ‘টলিউড’ (tollywood) সিনেমায় অভিনয় করেছে সে। ২০০৫ সালে প্রসেনজিতের সাথে করা, ‘রাজু আঙ্কেল’ সিনেমাটিতেও বেশ প্রশংসিত হয় সে। তবে ‘বন্ধন’ (bandhan) সিনেমায়, জিত ও কোয়েলের সন্তান হিসেবে অভিনয় করা চরিত্রটি সবথেকে জনপ্রিয়তা দিয়েছিল আনশুকে। প্রসেনজিৎ, মিঠুন চক্রবর্তী, জিৎ এরকম বড় বড় অভিনেতাদের সাথে সিনেমা করে অভিনয়ে দক্ষতা দেখিয়েছে সে।
তারপর থেকে বেশ কিছুদিনের জন্য সিনেমা জগৎ থেকে হারিয়ে গেছিল আনশু। জানা যায়, সেটি তার ‘পড়াশোনার’ জন্যই। এখন সেই ছোট্ট আনশু আর ছোট নেই! গ্ল্যামার ওয়ার্ল্ডে তার বেশ ভালোই ফলোয়ার্স। ইউটিউবে (youtube) তার চ্যানেলের ফলোয়ার্স সংখ্যা অনেক । বড় হয়ে সে এতটাই হ্যান্ডসাম হয়েছে যে, হাজার হাজার মেয়ের ‘ক্রাশ’ সে এখন। গ্রাজুয়েশন কমপ্লিট করার পর, ২০১৭ তে আবারো কাজ শুরু করেছিল আনশু। ‘টেককেয়ার’ নামে একটি শর্ট ফিল্ম; ২০১৭ সালে করার পর বেশ জনপ্রিয়তা পেয়েছিল। বেশ ছোট বয়স থেকে অভিনয়ের সাথে যুক্ত থাকায় ‘বিশেষ অনুশীলনের’ তার প্রয়োজন হয়নি। স্টার জলসা (star jalsha)-তে “কে আপন কে পর” নামে একটি সিরিয়ালে, নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। স্বাভাবিকভাবেই; আবারো পুরনো সেই ছোট্ট আনশুকে টিভির পর্দায় দেখতে পেয়ে বেশ খুশি দর্শকেরা।