টোটা রায়চৌধুরী কে আমরা সকলেই চিনি। অভিনেতা শুধুমাত্র বাংলা টেলিভিশন জগতে কাজ করেনি। তিনি হিন্দি তামিল তেলেগু র মতন ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। বর্তমানে তিনি সকলের প্রিয় রোহিত সেন। বাংলার অনেক মেয়েই এখন শ্রীময়ী ধারাবাহিকের রোহিত সেন এর প্রেমে পাগল। তবে তার বাস্তব জীবনের জীবন সঙ্গীর কথা জানলে আপনারা অবাক হবেন।
ধারাবাহিকে রোহিত সেন শ্রীময়ী র প্রেমে হাবুডুবু খেলেও বাস্তবে তিনি বিবাহিত। মাত্র কয়েকদিন আগেই 44 বছরে পা রাখলেন অভিনেতা। তবে তাকে বর্তমানে দেখলে বোঝার উপায় নেই যে তিনি চল্লিশের কোঠা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছেন। অভিনেতা নিজে যতটা হ্যান্ডসাম তার স্ত্রী তার মতোই ততটা সুন্দরী বাস্তবে অভিনেতার স্ত্রী একেবারে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী।
টোটা রায়চৌধুরী স্ত্রী এর নাম শর্মিলা রায়চৌধুরী। নিজের দীর্ঘদিনের প্রেমিকার সাথেই 2005 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। দীর্ঘ ১৮ বছরের বৈবাহিক সম্পর্ক তাদের। টলিউডের যেকোনো অভিনেত্রীই টোটা রায়চৌধুরী র স্ত্রীর রূপের কাছে হার মানবে। আত্মীয় স্বজনরা বলে থাকেন টোটা রায়চৌধুরী এবং তার স্ত্রী একে অপরের পরিপূরক।
টোটা রায়চৌধুরী যতই বং ক্রাশ হোক না কেন, তিনি কিন্তু সকলের ধরা ছোঁয়ার বাইরে। স্ত্রী-সন্তানকে নিয়ে ভরপুর সংসারি মানুষ অভিনেতা। টোটা-শর্মিলীর একজন কন্যা সন্তান রয়েছে। বর্তমানে তার বয়স ১৬। তাদের কন্যার নাম মৃগাক্ষী।