রূপে লক্ষ্মী গুনে সরস্বতী, অভিনেতা তাপস পালের মেয়ে টেক্কা দিতে পারে যেকোন টলিউড অভিনেত্রীকে, রইল ছবি

টলিউডের (tollywood) কালজয়ী অভিনেতা হিসেবে আখ্যা দেওয়া যায় ‘তাপস পাল’ (Tapas paul)-কে। ১৯৮০ সালে ‘দাদার কীর্তি’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেছিলেন তিনি, এরপর গুরুদক্ষিণা, সাহেব, অনুরাগের ছোঁয়া একাধিক হিট সিনেমার দ্বারা নিজের অভিনয় দক্ষতার দৃষ্টান্ত তিনি দিয়ে গেছেন দর্শকদের। ২০০২ সালের পর সেরকম একটা মুখ্য চরিত্রে তার দেখা না মিললেও, একাধিক পার্শ্বিক চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি তার মেয়ে সোহিনী পাল (sohini paul) টলিউড জগতে পদার্পণ করেছে।
তাপস পালের কন্যা সোহিনী অতটা লাইমলাইটে না আসতে পারলেও, তার অভিনয় দক্ষতাও কিছু কম নয়। ২০০৪ সালে অঞ্জন দত্ত পরিচালিত ‘বউ ব্যারাক্স ফরএভার’ (Bou Barracks forever) সিনেমার দ্বারা অভিনয় জগতে এসেছিলেন তাপস-কন্যা সোহিনী। এরপর জ্যাকপট সিনেমাতেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল। তারপরে তিনি
টলিউড ছেড়ে মুম্বাই চলে গিয়েছিলেন। ২০১৫ সালে ‘হাম তুম দুশমন দুশমন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় সর্বপ্রথম আত্মপ্রকাশ করেছে সোহিনী; সেখানে সোহিনী বিপরীতে অভিনয় করে অভিনয় করেছিল ‘মুকেশ ঋষি’ (Mukesh Rishi)। এছাড়াও বলিউড টেলিভিশন জগতে পার্টনার, ‘আপকে আজানে সে’ প্রভৃতি সিরিয়ালে দেখা মিলেছিল তার।
বাবার সাথে সোহিনীর বেশ ভালোই সম্পর্ক ছিল। মেয়ের জন্যই মুম্বাইয়ে এসে বসবাস করতেন তিনি। সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে বাবাকে চা পর্যন্ত বানিয়ে খাওয়াচ্ছিলেন। তবে এরপরেই এক ভয়ংকর ঝড় ওঠে তাদের জীবনে! ২০২০ সালে ১৮ ই ফেব্রুয়ারি কার্ডিয়াক অ্যারাস্টে মারা যান অভিনেতা তাপস পাল। বাবার মৃত্যুতে খুবই ভেঙে পড়েছিলেন একমাত্র কন্যা সোহিনী।