Tuesday, December 7, 2021

প্রেমে পড়েছিলেন, কিন্তু ভেঙে যায় বিয়ে! ‘চিরকুমার’ রতন টাটার প্রেম কাহিনী হার মানাবে সিনেমার গল্পকেও

পৃথিবীর অন্যতম সফল বিজনেস গ্রুপ টাটা। আর এই টাটার গ্রুপের পঞ্চম চেয়ারম্যান ছিলেন বিখ্যাত শিল্পপতি রতন টাটা। ৮৪ বছর বয়স হলেও এখনো তিনি অত্যন্ত সফলতার সাথেই টাটা গ্রুপের ব্যবসায়িক কাজকর্ম দেখাশোনা করেন। কিন্তু জানেন কি এত প্রভাব, প্রতিপত্তি থাকা সত্ত্বেও এখনো অবিবাহিতই থেকে গিয়েছেন রতন টাটা।কম বয়সে কিন্তু রতন টাটা খুবই সুদর্শন, সুপুরুষ ছিলেন। এমন একজন সফল সুপুরুষ হওয়া সত্ত্বেও কেন তিনি অবিবাহিত থেকে গেলেন?

Heartbreaking Love Story

স্নাতক হওয়ার পর দুই বছর কাজ করেন লস এঞ্জেলস শহরে। সেখানেই এক মার্কিন সুন্দরীর সাথে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। দুজন বিয়ে করবেনও ঠিক করেন। কিন্তু সেই সময় হঠাৎ ঠাকুমার শরীর খারাপ হওয়ায় দেশে ফিরে আসতে বাধ্য হন রতন টাটা। তবে এর ফলে তাদের প্রেম সমাপ্ত হয়নি, রতন টাটা দেশে ফিরে আসার পরই ভারতে আসার কথা ছিল তাঁর প্রেমিকারও। কিন্তু এরপর ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধ বাধে। এই ঘটনার পর মেয়েকে ভারতে পাঠাতে চাননি রতন টাটার প্রেমিকার পরিবার। এর ফলেই ভেঙে যায় দুজনের সুন্দর সম্পর্ক। এই ঘটনার পর আর বিয়েই করেননি রতন টাটা, চিরদিন অবিবাহিতই থেকে যান।

⚡ Trending News

আরও পড়ুন